আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে রাঙামাটিতে পোস্টারিং

0

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে রাঙামাটি শহরে পোস্টারিং করা হয়েছে। গতকাল (২৭ নভেম্বর ২০২৪) রাতে এসব পোস্টার সাঁটানো হয় বলে ধারণা করা হচ্ছে।

শহরের ভেদভেদীর সরকারি শিশু পরিবার ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এলাকা, রাঙামাটি চারুকলা একাডেমী, টিটিসি রোডসহ কয়েকটি স্থানে দেওয়ালে আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবি সম্বলিত পোস্টার সাঁটানো দেখা গেছে। পোস্টারগুলোর নীচে ‘ছাত্র জনতার সংগ্রাম পরিষদ’ লেখা রয়েছে।


দেওয়ালে সাঁটানো এসব পোস্টারে “পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ পুনর্গঠন চাই; আঞ্চলিক পরিষদের জবাবদিহিতা নিশ্চিত কর; পার্বত্য চট্টগ্রামের পরিষদসমূহের সংস্কার চাই; অবিলম্বে পাহাড়কে ফ্যাসিস্ট মুক্ত কর; আঞ্চলিক পরিষদের তহবিলের হিসাব দাও; আঞ্চলিক পরিষদে ফ্যাসিস্ট হাসিনার দোসরদের চাই না; জেলা পরিষদ পুনর্গঠন হলে আঞ্চলিক পরিষদ কেন নয়?” ইত্যাদি দাবি সম্বলিত শ্লোগান লেখা রয়েছে।

এ বিষয়ে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্মল চাকমা বলেন, “আমরা ইতোমধ্যে সমাবেশের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট সৎ, নিরপেক্ষ, যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়ে আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবি তুলে ধরেছি। কিন্তু সরকার এখনো আমাাদের দাবি আমলে নিচ্ছে না। তাই, সরকারের দৃষ্টি আকর্ষণ করতে আমরা পোস্টারিংয়ের মাধ্যমে আবারো আমাদের দাবিগুলো তুলে ধরার চেষ্টা করেছি।”

টিটিসি রোড এলাকায় পোস্টারিং

টিটিসি রোড এলাকায় পোস্টারিং

শ্যাভরণ এলাকায় পোস্টারিং


উল্লেখ্য, ‘ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ’ নামের সংগঠনটি ইতোমধ্যে রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন জায়গায় আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। 



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More