আটককৃত রিংরং ম্রো’র নিঃশর্ত মুক্তির দাবিতে সরইয়ের লাংকম পাড়ায় মানববন্ধন

0


লামা (বান্দরবান), সিএইচটি নিউজ

সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

ভূমিদস্যু লামা রাবার ইন্ডাস্ট্রিজের দায়েরকৃত মিথ্যা মামলায় ভূমি রক্ষা কমিটির নেতা রিংরং ম্রোকে আটকের প্রতিবাদে এবং ম্রো-ত্রিপুরাদের নামে দায়েরকৃত সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও রিংরং ম্রো’র নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে লামা সরই ভূমি রক্ষা সংগ্রাম কমিটি।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৫) বিকাল ৪টায় লামার সরই ইউনিয়নের লাংকম পাড়াস্থ সড়কের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে লামা সরই ভূমি রক্ষা সংগ্রাম কমিটির সদস্য সচিব লাংকম ম্রো’র সভাপতিত্বে রাখেন, ভূমি রক্ষা সংগ্রাম কমিটির যুগ্ম আহবায়ক ও আটককৃত রিংরং ম্রো’র সহধর্মিণী সংলেহ ম্রো, সদস্য রেংয়ুং ম্রো, দুইথেং ম্রো ও প্রেননয় ম্রো প্রমুখ। সভা সঞ্চালনা করেন ইয়ংরুং ম্রো।

আটক রিংরং ম্রো’র সহধর্মিণী সংলেহ ম্রো বলেন, ভূমি দস্যু লামা রাবার ইন্ডাস্ট্রিজের লোকেরা সব সময় আমাদের হামলা মামলার ভয় হুমকি দিয়ে থাকে। তাদের হুমকিতে আমাদের অনিরাপদ ও  অনিশ্চিত জীবন কাটাতে হচ্ছে। তারা আমাদের ম্রো এবং ত্রিপুরাদের ৪০০ একর জুম ভূমি কেড়ে নিতে গভীর ষড়যন্ত্র করছে। আমরা এর সুবিচার দাবি জানাচ্ছি। 

ভূমি রক্ষা সংগ্রাম কমিটির সদস্য সচিব লাংকম ম্রো বলেন, ভূমিদস্যু লামা রাবার ইন্ডাস্ট্রিজ আমাদের নামে ধারাবাহিকভাবে এ পর্যন্ত ষড়যন্ত্রমূলক ৬টি মিথ্যা মামলা দায়ের করেছে। রেংয়েন পাড়ায় নির্মিত অশোক বৌদ্ধ বিহারাধ্যক্ষ উ চাইন্দিমা ভিক্ষুর নামেও মামলা দায়ের করেছে। 

তিনি আরও বলেন, লামা রাবার ইন্ডাস্ট্রিজ ২০২২ সালে এপ্রিল মাসে আমাদের ৪০০ একর জুম ভূমি পুড়িয়ে দিয়ে লক্ষ লক্ষ টাকা ক্ষতি সাধন করেছিল। আগষ্ট মাসে অশোক বৌদ্ধ বিহার ভাংচুর ও বুদ্ধ মুর্তি লুট করে নিয়ে যায়। এমনকি রেংয়েন কারবারি পাড়া ঝিরিতে বিষ ঢেলে দিয়ে পানির উৎস নষ্ট করতে চেয়েছিল। এর কোন আমরা সুবিচার পাইনি। জন্ম থেকেই এই জুম ভূমিতে আমাদের বেড়ে ওঠা। নিজ ভূমিতেই সবসময় উচ্ছেদ, হামলা, মামলা ভয়ের মধ্যে থাকতে হয়। নিজ ভূমিতেই আমরা আজ পরবাসী। আমরা আমাদের ৪০০ একর জুম ভূমি ফেরত চাই।

বক্তারা অবিলম্বে আটককৃত রিংরং ম্রো’র নি:শর্ত মুক্তি এবং ম্রো ও ত্রিপুরাদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। এছাড়া ভূমিদস্যু লামা রাবার ইন্ডাস্ট্রিজের অবৈধ লিজ বাতিলপূর্বক ম্রো ও ত্রিপুরাদের  ৪০০ একর জুম ভূমি ফেরত দেয়ার দাবি জানান।

উল্লেখ্য, বান্দরবানের লামা উপজেলায় সরই ইউনিয়নের ডলুছড়ি মৌজা ও সরই মৌজায় ভূমিদস্যু লামা রাবার ইন্ডাস্ট্রিজ ম্রো ও ত্রিপুরাদের ৪০০ একর ভূমি কেড়ে নেয়ার জন্য গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে। লামা রাবার ইন্ডাস্ট্রিজ ২০২২ সালে এপ্রিল মাসে জুম ভূমিতে অগ্নি সংযোগ করে লক্ষ লক্ষ টাকা ক্ষতি সাধন করেছে। এরপর ধারাবাহিকভাবে ঝিরিতে বিষ ঢেলে পানির উৎস নষ্ট করে দেয়া, বাগান-ফসল ধ্বংস করে দেয়া, রেংয়েন পাড়ায় হামলা, ঘরবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর-লুটপাট, মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ নানা উৎপীড়ন চালিয়ে যাচ্ছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More