আটক দুই ইউপিডিএফ সদস্যের মুক্তির দাবিতে সাজেক ও বাঘাইছড়িতে বিক্ষোভ

সাজেক ও বাঘাইছড়ি প্রতিনিধি ।। বাঘাইছড়ির বঙ্গলতলী এলাকা থেকে সেনাবাহিনী কর্তৃক আটক দুই ইউপিডিএফ সদস্য অমর চাকমা ও রকেট চাকমার মুক্তির দাবিতে সাজেক ও বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৪ আগস্ট ২০২১) গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ), পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)-এর স্থানীয় শাখাসমূহ এই মিছিল ও সমাবেশের আয়োজন করে।
সাজেকে অনুষ্ঠিত সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক থানা শাখার সভাপতি কালো বরণ চাকমার সভাপতিত্বে ও পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা সাধারণ সম্পাদক নিউটন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক আর্জেন্ট চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের বাঘাইছড়ি উপজেলা সাধারণ সম্পাদক রিনা চাকমা।
অপরদিকে, বাঘাইছড়ি উপজেলা সদর এলাকায়ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছীড় উপজেলা সভাপতি রত্ন চাকমার সভাপতিত্বে ও তথ্য ও প্রচার সম্পাদক সুজন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পিসিপি’র বাঘাইছড়ি উপজেলা সভাপতি রিপন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের উপজেলা সভাপতি সমাহার চাকমা প্রমুখ।

বক্তারা পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অব্যাহত ধরপাকড়ের উদ্বেগ প্রকাশ করে বলেন, ইউপিডিএফ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো ইউপিডিএফ’রও আন্দোলন করার অধিকার রয়েছে। কিন্তু শাসকগোষ্ঠী ও তার নিয়োজিত বাহিনীগুলো সংবিধান স্বীকৃত সেই অধিকারকে ভূলুণ্ঠিত করে ইউপিডিএফের ওপর চরম দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত নেতা-কর্মী, সমর্থকদের আটক করে মিথ্যা মামলা দিয়ে জেলে প্রেরণ করা হচ্ছে। গতকাল বাঘাইছড়ির বঙ্গলতলী এলাকা থেকে ইউপিডিএফ সদস্য অমর ও রকেট চাকমাকে অন্যায়ভাবে গ্রেফতার করে মিথ্যা সাজানো মামলা দিয়ে জেলে প্রেরণ করা হয়েছে।
বক্তারা শাসকগোষ্ঠীর অন্যায় দমন-পীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর জন্য ছাত্র, যুব, নারী সমাজসহ জনগণের প্রতি আহ্বান জানান।
বক্তারা অবিলম্বে আটক ইউপিডিএফ সদস্য অমর ও রকেট চাকমাসহ এ যাবত আটককৃত সকল নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি, অন্যায় দমন-পীড়ন ও ধরপাকড় বন্ধ করা এবং পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাশাসন তুলে নিয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেয়ার দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।