‘আদিবাসী’ দিবস উপলক্ষে দক্ষিণ কোরিয়ায় জেপিএনকে’র শান্তি মিছিল ও সমাবেশ

0

ডেস্ক রিপোর্ট, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪

দক্ষিণ কোরিয়ার সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘জুম্ম-পিপলস নেটওয়ার্ক কোরিয়া(জেপিএনকে)’ ‘বিশ্ব আদিবাসী দিবস’ (৯ই আগস্ট) উপলক্ষে শান্তি-মিছিল ও সমাবেশ করেছে।

গত ১১ আগস্ট ২০২৪ গিম্পোসিটির মুনহোয়া-ই-গরি (কালচারাল এভিনিউ)-তে এই মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড-ব্যানার সহকারে শহরের সুনির্দিষ্ট এলাকা প্রদক্ষিণ করার পর মুনহোয়া-ই গরি পার্কে সমাবেশ করা হয়। সমাবেশে নেপালি আদিবাসী শিল্পী ও ‘কোরিয়া-জুম্ম শিল্পী গোষ্ঠী’ এর সদস্যরা ‘আমরা আদিবাসী’ গানের তালেতালে নৃত্য পরিবেশন করেন ।

সংগঠনের সভাপতি নিখিল চাকমার সঞ্চালনায় সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তাঁরা বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন এবং পার্বত্য এলাকা থেকে সেনাবাহিনী প্রত্যাহার করে গণতন্ত্রায়ণ ও বান্দরবনে গ্রেপ্তারকৃত বম আদিবাসীদের মুক্তির দাবী জানান। একই সাথে দলমত নির্বিশেষে জুম্ম-জনগণকে ঐক্যবদ্ধ-আন্দোলনের আহ্বান জানান ।

অনুষ্ঠানে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের বিদেহী আত্মার মুক্তি কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

জুম্ম-পিপলস নেটওয়ার্ক কোরিয়া(জেপিএনকে)-এর তথ্য ও প্রচার বিভাগ থেকে গতকাল (১২ আগস্ট) দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More