আন্তর্জাতিক নারী দিবসে ঢাকায় হিল উইমেন্স ফেডারেশনের নারী সমাবেশ

0

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত। 

ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ৮ মার্চ ২০২৫

আন্তর্জাতিক নারী দিবস ও সংগঠনের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায় নারী সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)।

আজ শনিবার (৮ মার্চ ২০২৫) সকাল সোয়া ১০টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের পরে একটি মিছিল বের করা হয়। মিছিলটি প্রেসক্লাব থেকে শুরু করে তোপখানা রোডে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হয়।

সমাবেশের শুরুতে ২৪’এর গণঅভ্যুত্থান ও পাহাড়ের অধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক লড়াইয়ে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে শোকপ্রস্তাবের পাঠের মধ্য দিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

বক্তব্য শেষে হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা বিভিন্ন জেলা, উপজেলা থেকে আগত সকল নেতা-কর্মীদেরকে নারী নির্যাতনসহ সকল প্রকার দমন-পীড়ন ও শোষণের বিরুদ্ধে এবং অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন জারি রাখার শপথ করানোর মধ্য দিয়ে সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

আন্দোলন জারি রাখার শপথ নিচ্ছেন নেতা-কর্মীরা। শপথ করাচ্ছেন এইচডব্লিউএফ’র সভাপতি নীতি চাকমা।


সমাবেশের ব্যানার শ্লোগান হচ্ছে, “সারাদেশে অব্যাহত নারী শিশু ধর্ষণ বন্ধ কর, সেনা-সেটলার লেলিয়ে দিয়ে ’৭১-এর মতো পার্বত্য চট্টগ্রামে মা-বোনের ইজ্জত লুণ্ঠনের ষড়যন্ত্র রুখে দিতে সোচ্চার হও”

এছাড়া প্রদর্শিত ফেস্টুনে লেখা ছিল “নারীদের অধিকারহীন, নিরাপত্তাহীন, অন্তরীণ রাখাই কি অন্তর্বর্তী সরকারের লক্ষ্য, জবা্ব চাই।”

সমাবেশে হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা বলেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কর্মক্ষেত্র গার্মেন্টস, কলকারখানা, হাসপাতাল, ক্ষেত-খামার ও অফিস আদালতে নানাভাবে নারীরা নির্যাতিত হচ্ছে। হাড়ভাঙা খাটুনি করেও কর্মস্থলে ন্যায্য পাওনা ও অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

সমাবেশে বক্তব্য রাখছেন এইচডব্লিউএফ’র সভাপতি নীতি চাকমা।

তিনি আরো বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে যেখানে রাষ্ট্রীয়ভাবে দমন-পীড়ন জারি রয়েছে, সেখানে সবচেয়ে বেশি আক্রান্ত হয় নারী ও শিশুরা। পার্বত্য চট্টগ্রামে আমরা হলাম এর প্রত্যক্ষ ভুক্তভোগী। প্রতিটি দিন আমাদের শুরু হয় কোন না কোন দুঃখজনক খবর দিয়ে। পার্বত্য চট্টগ্রামের কাউখালি, পানছড়ি, লামা, রামগড়, লংগুদু, রুমা-থানচি কোথাও না কোথাও নারী অপহরণ-ধর্ষণ-খুন-নির্যাতন, ঘরবাড়িতে হামলা-অগ্নিসংযোগ ও জায়গাজমি দখলের উদ্দেশ্যে সেটলারদের পরিকল্পিত আক্রমণ ও লুটতরাজের সংবাদ আমাদের শুনতে হয়। এ পরিস্থিতিতে নিজেদের সম্ভ্রম ও জাতিগত অস্তিত্ব রক্ষার্থে প্রতিবাদ ও প্রতিরোধে সামিল হওয়া ছাড়া আমাদের অন্য কোন বিকল্প নেই।

সমাবেশে ‘শিশু নির্যাতন বন্ধ কর” লেখা পোস্টার প্রদর্শন করছে এক শিশু।

বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত বলেন, এমন একটা সময় নারী দিবস পালন করছি যে সময় সারাদেশে নারী নিপীড়ন, ধর্ষণ ব্যাপক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। ফ্যাসিস্ট হাসিনা পতনের পর জনগন যে ভালো কিছু আশা করেছিল সে প্রত্যাশা পুরন হয়নি।

তিনি আরো বলেন, বর্তমান ইউনুস সরকার দায়ত্বশীল ভূমিকা রাখছে না। কেবল বিবৃতির মধ্যে দিয়ে দায় ছাড়ছে।

সমাবেশে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন ও শ্লোগান দিচ্ছেন সংগঠনের কর্মীরা।

বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি নূজিয়া হাসিন রাশা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ৩ জন নারী উপদেষ্টাকে সমালোচনা করে বলেন, ক্ষমতায় গিয়ে তারা বধির হয়ে গেছে। ৫ বছরের শিশু হাসপাতালে কাতরাচ্ছে অথচ তাদের কানে এসব খবর পৌঁছায় না।

ল্যাম্প পোস্টের সাধারণ সম্পাদক ফারজানা হক শামা বলেন, পুঁজিবাদ গোড়া থেকেই উচ্ছেদ করতে না পারলে নারীর ওপর নিপীড়ন বন্ধ হবে না। তাই আমাদের এই পুঁজিবাদের নয়া গণতান্ত্রিক কঠামো সমূলে উচ্ছেদ করতে হবে।

রাষ্ট্র পাহাড়ের জাতিসত্তার জনগণের ভাষা সংস্কৃতি বিলুপ্তির চেষ্টা করছে বলেও তিনি মন্তব্য করেন এবং বলেন, নয়া উপনিবেশিক রাষ্ট্র ব্যাবস্থাকে ভেঙ্গে দিয়ে নয়া গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার করতে হবে।

সমাবেশে বিভিন্ন শ্লোগান লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করছে অংশগ্রহণকারীরা।


সমাবেশে আরো বক্তব্য রাখেন, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এন্টি চাকমা, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম-এর শম্পা বসু, রাইট এক্টিভিস্ট মার্জিয়া প্রভা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সহ-সভাপতি রিনিসা চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের বাঘাইছড়ি উপজেলা সাংগঠনিক সম্পাদক অপর্ণা চাকমা।

‌”রাষ্ট্রীয় মদদপুষ্ট দুর্বৃত্তদের মাস্তানি-গুন্ডামি বন্ধ কর’ দাবি লেখা পোস্টার প্রদর্শন করছন সমাবেশে অংশ নেয়া এক নারী।

এছাড়াও সমাবেশে সংহতি জানিয়েছেন, নারী সংহতির সাধারণ সম্পাদক অপরাজিতা চন্দ, বাংলাদেশে ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার, সংগীত শিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান, পিসিপি’র কেন্দ্রীয় সভাপতি অঙ্কন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম-এর সভাপতি জিকো ত্রিপুরা, ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্ট-এর প্রমোদ জ্যোতি চাকমা প্রমুখ।

হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক রিতা চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা।

পোস্টার প্রদর্শন করছেন সমাবেশ অংশ নেয়া এক শিশু। 



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More