আন্তর্জাতিক নারী দিবস ও এইচডব্লিউএফ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রামগড়ে পোস্টারিং

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
আন্তর্জাতিক নারী দিবস ও হিল উইমেন্স ফেডারেশন(এইচডব্লিউএফ)-এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ের বিভিন্ন জায়গায় পোস্টারিং করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ মার্চ ২০২৪) রামগড় উপজেলা সদর, যৌথ খামার, অন্তু পাড়া, বাজার চৌধুরী পাড়া, হাচৌক পাড়া, বড় কালাপানি, গুজাপাড়া, মরাকইল্যা, হাড়িছড়া, নতুন বাজার এলাকায় পোস্টারিং করা হয়।

পোস্টারে আগামী ৮ মার্চ ২০২৪, শুক্রবার চট্টগ্রামে ‘র্যালি ও প্রতিবাদী সাংস্কৃতিক আসর’ কর্মসূচির কথা উল্লেখ রয়েছে।
পোস্টারের শ্লোগান হলো- “বরদাস্ত করবো না নারীর প্রতি সহিংসতা; পাহাড়-সমতলে ধর্ষণ, রাষ্ট্রীয় মদদে খুন-সন্ত্রাস ও দমন-পীড়ন বন্ধ কর”।
হিল উইমেন্স ফেডারেশন-এর কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিভাগ থেকে এই পোস্টারটি প্রকাশ করা হয়েছে।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।