আপডেট: দীঘিনালায় অপহৃত ৫ ছাত্রীকে মুক্তি

0

দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১৯ মার্চ ২০২৫

দীঘিনালায় অপহৃত ৫ ছাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আজ বুধবার (১৯ মার্চ ২০২৫) রাত ১০:১৫টার দিকে দীঘিনালা কলেজ পাড়া থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হয় বলে নিশ্চিত হওয়া গেছে।

এর আগে রাত ৭:৪৫টার সময় রাঙামাটি কাউখালীতে অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সম্মেলন থেকে ফেরার পথে দীঘিনালার জামতলী ব্রিজ এলাকা থেকে সেনা মদদপুষ্ট নব্যমুখোশরা তাদেরকে অপহরণ করে।

এ ঘটনার পর সিএইচটি নিউজে খবর প্রকাশ হলে ঘটনাটি জানাজানি হয়। এরপর তাদেরকে ছেড়ে দেয় সন্ত্রাসীরা। 

ভুক্তভোগী ছাত্রীরা হলেন- পূর্ণিমা চাকমা, সোনালি চাকমা, বিবর্ষী চাকমা, এলিনা চাকমা ও সুইটি চাকমা। তারা সবাই কলেজ ও স্কুল পড়ুয়া ছাত্রী। এর মধ্যে সুইটি চাকমার বাড়ি বাবুছড়া ইউনিয়নের বেলতলীতে এবং বাকী চার জনের বাড়ি দীঘিনালা ইউনিয়নের বানছড়ায়।

উল্লেখ্য, নব্যমুখোশ সন্ত্রাসীরা এর আগে ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর দীঘিনালা থেকে হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী এন্টি চাকমা ও ২ ছাত্রীকে অপহরণ করেছিল।  



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More