আপডেট: সাজেকে সেনাবাহিনী কর্তৃক আটক কলেজ ছাত্রকে ছেড়ে দেয়া হয়েছে
সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩

রাঙামাটির সাজেক ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ১৪ কিলো নামক স্থান থেকে আজ বুধবার (৬ সেপ্টেম্বর ২০২৩) বিকাল ৩টায় সেনাবাহিনী কর্তৃক আটক কলেজ ছাত্র নিশান চাকমা (১৮)-কে ছেড়ে দেয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।
আটকের পর সেনারা তাকে সাজেকের শিজকছড়া এলাকায় নিয়ে যায়। পরে বিকাল ৫টার সময় সেখান থেকে সেনারা তাকে ছেড়ে দেয় বলে নিশ্চিত হওয়া গেছে।
ভুক্তভোগী নিশান চাকমার বাড়ি চাম্পাতলি (১৪ কিলো, সাজেক)। তার পিতার নাম বাদিচান চাকমা। তিনি দীঘিনালা ডিগ্রী কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন