“আমার প্রিয় খাগড়াছড়ির বিবর্ণ মুখ” শিরোনামে ৩ দিন ব্যাপী স্থির চিত্র প্রদর্শনী শুরু কাল
সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ি: খাগড়াছড়ি শহরের পরিবর্তনের দু’একটি দিক তুলে ধরা এবং সচেতনতা সৃষ্টি করতে অগ্রসর চিন্তার কেন্দ্র হুয়াঙ বোইও-বা’র উদ্যোগে ‘‘আমার প্রিয় খাগড়াছড়ির বিবর্ণ মুখ” শিরোনামে ১৯ – ২১ মার্চ ২০১৫ তিন দিন ব্যাপী এক স্থির চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
আগামীকাল বৃহষ্পতিবার (১৯ মার্চ) বিকাল ৩:০০টায় খাগড়াছড়ি সদরের স্বনির্ভর বাজারে এ প্রদর্শনী উদ্বোধন করা হবে। প্রতিদিন বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ প্রদর্শনী চলবে।
প্রদর্শনীতে খাগড়াছড়ি শহর পরিবর্তনের উপর বেশ কিছু স্থিরচিত্র প্রদর্শন করার কথা জানিয়েছেন হুয়াঙ বোইও-বা’র সাধারণ সম্পাদক জেমিন চাকমা।
স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষক সহ বিশিষ্টজনদের আমন্ত্রণ জনানো হয়েছে।
—————–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।