ইউপিডিএফ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে বিভিন্ন স্থানে পোস্টারিং

0

খাগড়াছড়ি : আগামী ২৬ ডিসেম্বর ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে খাগড়াছড়ি শহরের জর্জ কোর্ট এলাকা, থানা গেইট, সরকারী ‍উচ্চ বিদ্যালয় এলাকা, হাসপাতাল সড়ক, সদর উপজেলা এলাকা, জেলা মৎস্য ভবন ও জেলা পরিষদ এলাকাসহ বিভিন্ন এলাকায় ব্যাপক পোস্টারিং করা হয়েছে।

পোস্টারে আহ্বান জানিয়ে বলা হয়েছে “জাতির অস্তিত্ব রক্ষার্থে এক হোন, পূর্ণস্বায়ত্তশাসন আদায়ে ঝাঁপিয়ে পড়ুন।”

ইউপিডিএফ-এর কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিভাগ হতে ১৮ ডিসেম্বর প্রকাশিত উক্ত পোস্টারে একই ভাবার্থে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষায় একটি শ্লোগান দেওয়া হয়েছে।

শ্লোগানটি চাকমা ভাষায় দেওয়া হয়েছে- তাং বাড়া, জাদ’ বাড়া মানয্যরে পাজিবার ন দিবং! পূর্ণস্বায়ত্তশাসন ন’অলে ন’ খিমিবং!”
মারমা ভাষায় দেওয়া হয়েছে “অরইয় বাড়া, জে বাড়া লোছো লুয়ুকরোগো মকং ক্রেয়ফো মিপিংবা! পূর্ণস্বায়ত্তশাসন মারা সাগা চ্ অকমছুয়বা!
ত্রিপুরা ভাষায় দেওয়া হয়েছে- “আরি চু বা নাই রক দফা নি হামকারাই অ কেবেং মুং চাটিয়কমা লাইতুকমা বক ন সুইমাগালাগ! পুর্ণস্বায়ত্তশাসন মায়া সাক চুং য়াকার য়া নায়!”

# থানা গেইট এলাকায় পোস্টারি করছে কলেজ ছাত্ররা

 

# জেলা জর্জ কোর্ট এলাকায় পোস্টারিং করা হচ্ছে।

 

# খাগড়াছড়ি সরকারী স্কুল এলাকায় পোস্টারিং করা হচ্ছে।

 

# মৎস্য ভবন এলাকা

 

# জেলা পরিষদ এলাকা

 

# পোস্টারগুলো মনযোগ দিয়ে দেখছে কর্তব্যরত পুলিশ সদস্যরা

——————–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More