ইউপিডিএফ’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রামগড়ে পোস্টারিং ও ফেস্টুন টাঙিয়েছে নেতা-কর্মীরা

0


রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ে পোস্টারিং ও ফেস্টুন টাঙিয়েছে দলটির নেতা-কর্মীরা।  

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর ২০২৪) সকাল ১০টা থেকে রামগড় উপজেলার বিভিন্ন স্থানে ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থকরা নানা শ্লোগান সম্বলিত হাতে লেখা পোস্টার লাগায় এবং একই সাথে তারা দৃষ্টিগ্রাহ্য স্থানে ফেস্টুন টাঙিয়ে দেয়।

বিভিন্ন স্থানে লাগানো পোস্টারগুলোতে “আত্মশক্তিই আসল শক্তি, সংগঠিত হোন; মৌনতা অপরাধ, নিষ্ক্রিয়তা আত্মঘাতী, প্রতিরোধেই মুক্তি; দালালি-লেজুড়বৃত্তিতে মুক্তি নেই, লড়াই সংগ্রামে সামিল হোন; সত্য ও ন্যায়ের জয় অনিবার্য! মুক্তিকামী জনতার বিজয় অবশ্যম্ভাবী; হাসিনা-আসাদ উৎখাত হয়েছে, বিদায় ঘণ্টা বাজছে ফ্যাসিস্ট সন্তুরও; পূর্ণস্বায়ত্তশাসন ন অলে, ন খিমিবং; আর্মি ফি ন’ বাজেইও, আদামৎ নাদংছাড়া ন’ভরেইও; জাদ’-বাড়া, তাং-বাড়া মানয্যুরে পাজিবার ন’ দিবং…” ইত্যাদি শ্লোগান লেখা রয়েছে। এসব শ্লোগানগুলো ত্রিপুরা ভাষায় তর্জমা করেও পোস্টারিং করা হয়েছে।  

আর ফেস্টুনগুলোতে লেখা রয়েছে “পাহাড় সমতলে সংগ্রামী মৈত্রী গড়ে তুলুন, পতিত ফ্যাসিস্ট-এর প্রেতাত্মাদের রুখে দিন; নতুন সংবিধান রচনা কর, সকল জাতিসত্তার স্বীকৃতি দাও; দাসসুলভ বশ্যতা মানতে না চাইলে ইউপিডিএফ-এর পতাকাতলে ঐক্যবদ্ধ হোন…” ইত্যাদি শ্লোগান।

উপজেলার মরাকইল্যা দোকান, গুজাপাড়া ভবানী দোকান, গুজা পাড়া কমল দোকান, গরু কাটা মুখ, নোয়াপাড়া দোকান, বুধং পাড়া, ছুদুর খীল দোকান, ছুদুর খীল তিন রাস্তা মোড়, চাকমা পাড়া দোকান, নতুন বাজার, লাচারি পাড়া, বন বিহার, যৌথ খামার, খাগড়াছড়ি টু ঢাকা সড়ক, পাতাছড়া, প্রেমতলা, দাতারাম পাড়া, জিরো পয়েন্ট, তৈচাকমা পাড়া, সালদা পাড়া, লালছড়ি, হাচৌখ পাড়া, বড় বেলছড়ি, ছোট বেলছড়ি, কম্রু পাড়া, চিঞ্চুরী পাড়া এলাকায় এসব পোষ্টারিং ও ফেস্টুন টাঙানো হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর ইউপিডিএফ প্রতিষ্ঠার ২৬ বছর পূর্ণ হবে। ১৯৯৮ সালে ইউপিডিএফ গঠিত হয়।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More