ইউপিডিএফ’র প্রতিষ্ঠাবার্ষিকীতে গুইমারায় তিন বীর শহীদের সড়কে তোরণ নির্মাণ, দেয়াল লিখন

গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
ইউপিডিএফ’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুইমারায় তিন বীর শহীদের সড়কে তোরণ নির্মাণ, দেয়াল লিখন ও চিকামারা হয়েছে।
তোরণে লেখা রয়েছে, “শত শহীদের রক্তে গড়া “২৬ ডিসেম্বর” অমর হোক; Glory to the UPDF; No Full Atunomy No Rest”.
এছাড়াও বিভিন্ন স্থানে টাঙানো হয়েছে ফেস্টুন।



সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
