ইউপিডিএফ’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাউখালীর বিভিন্ন স্থানে টাঙানো হয়েছে ফেস্টুন

কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল (২৫ ডিসেম্বর) ও আজ (২৬ ডিসেম্বর ২০২৫) রাঙামাটির কাউখালী উপজেলার ৪ টি ইউনিয়নের (ঘাগড়া, কলমপতি, বেতবুনিয়া, ফটিকছড়ি) দৃষ্টিগ্রাহ্য স্থানে বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টুন টাঙানো হয়েছে।
এসব ফেস্টুনে লেখা রয়েছে, “পার্বত্য চট্টগ্রামের অবিস্মরণীয় দিন ২৬ ডিসেম্বর; শত শহীদের রক্তে গড়া ২৬ ডিসেম্বর অমর হোক; Long live the 27th Founding anniversary of UPDF; Glory to the UPDF; For the Victory of Full Autonomy, Long Live UPDF; No full autonomy, No Rest; দাসসুলভ বশ্যতা স্বীকারে যারা নারাজ, তারা এসো ইউপিডিএফ-এর পতাকাতলে ঐক্যবদ্ধ হই; দমন-পীড়ন রুখে দিতে ইউপিডিএফ-এ যোগ দিন; সেনাবাহিনী ব্যারাকে ফিরিয়ে নাও; নব্য পাক হানাদারদের চিহ্নিত দোসরদের বিরুদ্ধে সোচ্চার হোন; সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে সেনা অভিযান বন্ধ কর; পূর্ণস্বায়ত্তশাসন ন অলে, ন খিমিবং; ‘বাঙাল’ ন’ অভং, আমা জাদ-ধর্ম লুগেই দিবার ন দিবং; লো যোক, পরাণ যোক, ন খিমিবং ন খিমিবং” ইত্যাদি শ্লোগান।



যেসব এলাকায় ফেস্টুনগুলো টাঙানো হয় সেগুলো হলো- ঘাগড়া ইউনিয়নের পানছড়ি, রাঙ্গীপাড়া, তালুকদারপাড়া, শামুকছড়ি, কচুখালী, জুনুমাছড়া, নিচপাড়া; কলমপতি ইউনিয়নের ২ নং হাতিমারা,ডাঙ্গাবাজার, মাঝেরপাড়া, নাইল্যাছড়ি, কোলাপাড়া; বেতবুনিয়া ইউনিয়নের মহাজনপাড়া, চৌধুরীপাড়া, এবং ফটিকছড়ি ইউনিয়নের ডাবুয়াবাজার, ধূপছড়ি বাজার, হেডম্যান পাড়া।
এছাড়া রাউজানের বৃন্দাবন এলাকায় একটি বিশেষ তোরণও নির্মাণ করা হয়েছে।








সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
