ইউপিডিএফের কেন্দ্রীয় সদস্য দেবদন্ত ত্রিপুরা’র ১ম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ১ জুন ২০২৪
আজ ১ জুন ২০২৪ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর কেন্দ্রীয় সদস্য দেবদন্ত ত্রিপুরা ১ম মৃত্যুবার্ষিকী। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে গত বছর (২০২৩) আজকের এই দিনে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের সুরেন্দ্র মাস্টার পাড়ার নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তিনি ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।
‘দেবদন্ত ত্রিপুরা পার্বত্য চট্টগ্রামের অধিকারহারা জুম্ম জাতির অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে নিয়োজিত করেছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সংগ্রামে নিযুক্ত ছিলেন। তিনি ১৯৯০ দশকে পাহাড়ি ছাত্র পরিষদের সাথে সাথে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে ইউপিডিএফ গঠিত হলে তিনি তাতে যোগ দেন এবং বিভিন্ন জায়গায় সংগঠকের দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তিনি গ্রেফতার হয়ে জেলও খেটেছেন। ২০০৬ সালে অনুষ্ঠিত ইউপিডিএফের ১ম জাতীয় কংগ্রেসে দেবদন্ত ত্রিপুরা দলের কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হন।
হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা ও শুভাশীষ চাকমা দেবদন্ত ত্রিপুরার সাথে দেখা করতে গেলে তিনি তাদের কাছে তার শেষ ইচ্ছা ব্যক্ত করেন এবং তাদেরকে নীতি-আদর্শের ভিত্তিতে আন্দোলনে অবিচল থাকার উপদেশ দেন।
এ সময় তিনি তাদেরকে বলেন, আমি পার্টিকে আন্দোলনের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা ভঙ্গ করিনি। মনপ্রাণ দিয়ে পার্টির কাজ করেছি। তোমরাও জাতির জন্য ভালোভাবে কাজ করে যেও।
দেবদন্ত ত্রিপুরা অন্তিম শয়নে অমল ও শুভাশীষকে আরও বলেন: ‘প্রসিত খীসা আমার নেতা। তোমরা বেঈমানী করবে না, কাজ কর। তোমরা কাজ করে চল, অভিজ্ঞতা অর্জন করে চল। জাতির সাথে বেঈমানী করো না, আমি যথাসাধ্য আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করেছি, আমার দেয়ার মতো আর কিছু নেই।’
দেবদন্ত ত্রিপুরা ১৯৭৮ সালের ২০ এপ্রিল খাগড়াছড়ির ভাইবোনছড়া ইউনিয়নের সুরেন্দ্র মাষ্টার পাড়ায় জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম মৃত সেন কুমার ত্রিপুরা ও মাতার নাম মৃত বিরতী ত্রিপুরা। পিতা-মাতার ৩ সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার বড়।
দেবদন্ত ত্রিপুরার শিক্ষা জীবন শুরু হয় জোরমরম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর তিনি মুনিগ্রাম উচ্চ বিদ্যালয় (ক্লাস ৬-৮ পর্যন্ত ) ও খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়েও পড়াশোনা করেন। তিনি খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৩ সালে ম্যাট্রিক পাস করেন এবং ১৯৯৫ সালে হাটহাজারী কলেজ থেকে এইচএসসি পাস করেন।
হাই স্কুলে পড়ার সময় থেকে তিনি ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং তৎকালীন পিসিপির সাথে যুক্ত হয়ে ভাইবোনছড়া বিশেষ থানা শাখার সেক্রটারি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে নয়া পার্টি ইউপিডিএফ গঠিত হলে তাতে যোগদান করেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।