ইউপিডিএফের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুদুকছড়িতে দেওয়াল লিখন

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪
পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্বশাসন দাবিতে আন্দোলনরত রাজনৈতিক দল ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়ির এলাকায় দেওয়াল লিখন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর ২০২৪) এ দেওয়াল লিখন করা হয় বলে জানা গেছে।
দেওয়াল লিখনগুলোতে লেখা রয়েছে “Long Live UPDF; মৌনতা অপরাধ, নিষ্ক্রিয়তা আত্মঘাতী, প্রতিরোধেই মুক্তি; No Full autonomy No Rest; লড়াইয়ের প্রেরণা ২৬ ডিসেম্বর চির ভাস্বর; ভ্রাতৃঘাতী সংঘাত বাধিয়ে জাতি ধ্বংসের নীলনক্সা বাস্তবায়নে লিপ্ত সরকারি চরদের চিহ্নিত করুন; দালালি-লেজুড়বৃত্তিতে মুক্তি নেই, লড়াই সংগ্রামে সামিল হোন; Glory to the UPDF” ইত্যাদি শ্লোগান।







সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন