ইউপিডিএফের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্মাছড়িতে সেতু নির্মাণ, রাস্তাকাটা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

রিজার্ভপাড়া গ্রামে জনগণের চলাচলের সুবিধার্থে কাঠের সেতু নির্মাণ করা হয়।
বর্মাছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়িতে জনগণের চলাচলের সুবিধার্থে কাঠের সেতু নির্মাণ, রাস্তাকাটা এবং পরিবেশ সুরক্ষায় বর্মাছড়ি বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়েছে।
আজ বুধবার (২৫ ডিসেম্বর ২০২৪) ইউপিডিএফের বর্মাছড়ি ইউনিটের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
আজ সকাল ৮টা থেকে খিরাম ইউনিয়নস্থ ১নং ওয়ার্ডের রিজার্ভপাড়া গ্রামে স্থানীয় জনগণের চলাচলের সুবিধার্থে রাস্তাকাটা ও একটি সেতু নির্মাণ করা হয়। এতে ইউপিডিএফের নেতা-কর্মীসহ এলাকার লোকজন অংশগ্রহণ করেন।


এ সময় সংক্ষিপ্ত আলোচনায় গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক রুপন মার্মার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক সুনীল চাকমা, খিরাম ইউনিয়নের যুব ফোরামের সভাপতি ধনঞ্জয় চাকমা ও খিরাম ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার পূর্ণ মাঝি চাকমা। তারা ইউপিডিএফের প্রতিষ্ঠাবার্ষিকী ও জনসেবামূলক কর্মসূচি বিষয়ে ধারণা দেন।
অপরদিকে, দুপুর ১২টার দিকে বর্মাছড়ি বাজর কমিটি, বর্মাছড়ি বাজার বহুমূখী সমবায় সমিতি, বার্গি মটর যান সমিতি ও ইউপিডিএফের যৌথ উদ্যোগে বর্মাছড়ি বাজার পরিস্কার করা হয়। এতে বাজারের বিভিন্ন স্থানে যত্রতত্র পড়ে থাকা পলিথিন-প্লাস্টিকসহ পরিবেশ ক্ষতিকারক বর্জ্য কুড়িয়ে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।



বাজার পরিস্কার করার আগে এক সংক্ষিপ্ত সভায় বাজার সমিতির সাধারন সম্পাদক ডা. ঊষাকিরণ চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক সুনীল চাকমা, ২নং ফটিকছড়ি ইউপি চেয়ারম্যান ঊষাতন চাকমা ও বর্মাছড়ি বাজার কমিটির সভাপতি রনদীপ চাকমা।
উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর ২০২৪ পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত রাজনৈতিক দল ইউপিডিএফ প্রতিষ্ঠার ২৬ বছর পূর্ণ হবে। ১৯৯৮ সালের ২৫-২৬ ডিসেম্বর তিন গণসংগঠন পাহাড়ি গণপরিষদ, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের যৌথ সম্মেলনে ইউপিডিএফ গঠিত হয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।