ইউপিডিএফের প্রতিষ্ঠাবার্ষিকীতে রামগড়ে শিশু-কিশোরদের কুচকাওয়াজ ও আলোচনা সভা

শিশু-কিশোরদের কুচকাওয়াজ
রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
“শাসকগোষ্ঠীর ’ভাগ করে শাসন’ চালানোর নীলনক্ম ভেস্তে দিতে এক হও লড়াই করো” এই শ্লোগানে ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে খাগড়াছড়ি রামগড়ে শিশু-কিশোরদের কুচকাওয়াজ, আলোচনা সভা ও শহীদদের সম্মানে অস্থায়ী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানের ১ম পর্বে সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে ইউপিডিএফের দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় শিশু-কিশোর, ছাত্র-ছাত্রীসহ উপস্থিত সকলে দলীয় পতাকায় স্যালুট প্রদান করেন।



এরপর অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে ইউপিডিএফের রামগড় ইউনিটের সমন্বয়ক এডিসন চাকমা ও সংগঠক নিটুন, সুভাষ, সুইনুমং, শহীদ পরিবার থেকে হ্লাচিংমং-এর মা হ্লামাপ্রু মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের রামগড় উপজেলা সভাপতি লিটন চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের রামগড় উপজেলা সভাপতি গুলোমনি চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের তৈমাং ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের রামগড় উপজেলা সভাপতি সুবর্ণা চাকমাসহ এলাকার জনপ্রতিনিধি, শিশু-কিশোর, ছাত্র-যুবকরা পুষ্পস্তবক ও ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।




শ্রদ্ধা নিবেদন শেষে অগ্রসর শিশু-কিশোর কেন্দ্র (এসিসি)-এর উদ্যোগে শিশু-কিশোরদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
কুচকাওয়াজ শেষে অধিকার প্রতিষ্ঠার লড়াই সংগ্রামে যারা আত্মবলিদান দিয়েছেন সে সকল বীর শহীদের প্রতি স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
এরপর শিশু-কিশোরদের শপথনামা পাঠ করানো হয়।

ইউপিডিএফের পতাকা হাতে অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশুসহ জনতার একাংশ।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ইউপিডিএফের রামগড় ইউনিটের সমন্বয়ক এডিসন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপিডিএফের রামগড় ইউনিটের সংগঠক সুভাষ ত্রিপুরা, পাহাড়ি ছাত্র পরিষদের রামগড় উপজেলা শাখার সাধারণ সম্পাদক তৈমাং ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরাম রামগড় উপজেলা শাখার সভাপতি লিটন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের রামগড় উপজেলা সভাপতি সুবর্না চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের রামগড় উপজেলা শাখার সভাপতি গুলোমনি চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি রোনাল চাকমা, রামগড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও ভূমি রক্ষা কমিটির সভাপতি সুমন কান্তি চাকমা ও রামগড় এলাকাবাসীর পক্ষে থেকে কার্বারী ভবানী ত্রিপুরা।

বক্তারা বলেন, আজকে পার্টি লড়াই সংগ্রামের ২৬ বছর পূর্ণ করেছে। এই ২৬ বছরে আমরা অনেক সহযোদ্ধা হারিয়েছি। তারপরও জনগণের ভালোবাসা নিয়ে শাসকগোষ্ঠির সকল ষড়যন্ত্র মোকাবেলা করে পার্টি তার লক্ষ্যে অবিচল রয়েছে।
বক্তারা আরো বলের, শাসকগোষ্ঠি সন্তু লারমা ও ঠ্যাঙাড়ে বাহিনীকে ব্যবহার করে জুম্ম দিয়ে জুম্ম ধ্বংসের কূটকৌশল প্রয়োগ করে আমাদের মধ্যে সংঘাত জিইয়ে রেখে ফায়দা লুটছে। শাসকগোষ্ঠির এই ষড়যন্ত্র ভেস্তে দিতে ইউপিডিএফের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে।
পার্বত্য চট্টগ্রামে ভূমি বেদখল, নারী নির্যাতন, অন্যায় দমন-পীড়নের বিরুদ্ধে ইউপিডিএফই একমাত্র প্রতিবাদ করে যাচ্ছে উল্লেখ করে বক্তারা বলেন, ইউপিডিএফ যদি আন্দোলন না করতো তাহলে পার্বত্য চট্টগ্রামে জুম্মদের টিকে থাকা আরো বেশি কঠিন হয়ে পড়তো। ইউপিডিএফ আন্দোলনে আছে বলেই কিছুটা হলে জনগণ রক্ষা পাচ্ছেন।
বক্তারা আগামী দিনে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে পার্বত্য চট্টগ্রামে নিপীড়িত জনগণের মুক্তির সনদ পূর্ণস্বায়ত্তশানের আন্দোলনে সামিল হওয়ার জন্য ছাত্র-যুব-নারী সমাজকসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
শেষে ইউপিডিএফ রামগড়ে ইউনিটের সমন্বয়নক এডিসন চাকমা কর্মীবাহিনী ও জনগণে উদ্দেশ্যে ইউপিডিএফের কেন্দ্রীয় বার্তা পড়ে শোনানোর পর সভা সমাপ্ত করেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।