ইউপিডিএফের মহালছড়ি ইউনিটের উদ্যোগে চম্পাঘাটে এক কৃষককে ধানের চারা রোপনে সহায়তা

0


মহালছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

রবিবার, ২০ জুলাই ২০২৫

ইউপিডিএফের মহালছড়ি ইউনিটের উদ্যোগে ১নং খাগড়াছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের চম্পাঘাটে এক গরীব কৃষককে জমিতে ধানের চারা রোপনে সহায়তা প্রদান করা হয়েছে।

আজ রবিবার (২০ জুলাই ২০২৫) ইউপিডিএফ মহালছড়ি ইউনিটের সংগঠক অজয় চাকমার নেতৃত্বে স্থানীয় জনগণের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে ওই কৃষকের আনুমানিক ২ কানি জমিতে ধানের চারা রোপন করে দেওয়া হয়।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। 

এ সময় ইউপিডিএফ সংগঠক অজয় চাকমা বলেন, জনগণের পার্টি হিসেবে ইউপিডিএফ সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করে থাকে। ইউপিডিএফ জনগণের সমস্যা সমাধানে প্রতিশ্রতিবদ্ধ। আজকের এই উদ্যোগও তারই অংশ।




This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More