ইউপিডিএফের সাবেক কর্মী রেদাসে মারমাকে হত্যার প্রতিবাদে মাটিরাঙ্গায় বিক্ষোভ

মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ৩ জুন ২০২৪
সেনা সৃষ্ট ঠ্যাঙাড়ে নব্যমুখোশ সন্ত্রাসী কর্তৃক ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের চাইল্ল্যেচর গ্রামে ইউপিডিএফের সাবেক কর্মী রেদাসে মারমাকে গুলি করে হত্যা ও তার মা হ্লামাপ্রু মারমাকে আহত করার প্রতিবাদে মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরাম, গুইমারা-মাটিরাঙ্গা উপজেলা শাখা।
আজ সোমবার (৩ জুন ২০২৪) সকাল ১০টার সময় মাটিরাঙ্গা উপজেলার অভ্যা এলাকায় সীমান্ত সড়কে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে সানাই মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফের মাটিরাঙ্গা অঞ্চলের সংগঠক তারেং চাকমা, যুবনেতা রনি ত্রিপুরা ও নিকোল চাকমা।
বক্তারা বলেন, সরকার ও সেনাবাহিনী ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের লালন পালন করে খুন-খারাবি চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে গত ১ জুন রাতে চাইল্ল্যেচর গ্রামে ঠ্যাঙাড়ে নব্যমুখোশ সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে ইউপিডিএফের সাবেক কর্মী রেদাসে মারমাকে গুলি করে হত্যা ও তার বৃদ্ধ মাকে গুরুতর আহত করা হয়েছে।
তারা খুনি ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে এলাকায় এলাকায় গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বক্তারা অবিলম্বে রেদাসে মারমার খুনিদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।