ইউপিডিএফের সাবেক সদস্য রেদাসে মারমাকে হত্যার প্রতিবাদে মানিকছড়িতে পিসিপি’র বিক্ষোভ

মানিকছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ৩ জুন ২০২৪
ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের চাইল্যাচর গ্রামে সেনাবাহিনীর মদদুপষ্ট ঠ্যাঙাড়ে (নব্যমুখোশ) সন্ত্রাসী কর্তৃক ইউপিডিএফের সাবেক সদস্য রেদাসে মারমা ওরফে আনুমংকে গুলি করে হত্যা ও তার মা হ্লামাপ্রু মারমাকে আহত করার প্রতিবাদে খাগড়াছড়ির মানিকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) মানিকছড়ি উপজেলা শাখা।
আজ সোমবার (৩ জুন ২০২৪) সকাল ১০টায় মানিকছড়ি সদরের জামতলা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি খাগড়াছড়ি – চট্টগ্রাম সড়ক প্রদক্ষিণ করে পেট্রোল পাম্ব এলাকা ঘুরে আবার জামতলায় এসে খাগড়াছড়ি- চট্টগ্রাম সড়কের ওপর প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে পিসিপি সদস্য আনু মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পিসিপি’র মানিকছড়ি উপজেলা সাবেক সভাপতি অংহ্লাচিং মারমা ও বর্তমান সাধারণ সম্পাদক অংসালা মারমা।
বক্তারা বলেন, গত ১ জুন রাতে চাইল্ল্যেচর গ্রামের নিজ বাড়িতে সেনা সৃষ্ট ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা রেদাসে মারমাকে গুলি করে হত্যা করে। এ সময় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে রেদাসে মারমার মা হ্লামাপ্রু মারমাও পেটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। আমরা সন্ত্রসাীদের এ ন্যাক্কারজনক হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তারা আরো বলেন, যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা প্রশাসনের নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তাদেরক গ্রেফতার করা হচ্ছে না। বরং প্রশাসন সন্ত্রাসীদের সহযোগিতা দিয়ে মানিকছড়ি বাজারে চাঁদাবাজির রাজত্ব কায়েম করেছে। এতে স্পষ্ট প্রমাণ হয় এই খুনি সন্ত্রাসীদের ব্যবহার করে সরকার পার্বত্য চট্টগ্রামে অরাজকতা জিইয়ে রাখার ষড়যন্ত্র করছে।
বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, খুন, গুম করে পার্বত্য চট্টগ্রামের জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন দমন করা যাবে না। আন্দোলন বন্ধ করা যাবে না। পাহাড়ি জনগণের ন্যায্য দাবি পূর্ণস্বায়ত্তশাসন আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে রেদাসে মারমার খুনি ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি এবং রাজনৈতিক হত্যাকাণ্ড বন্ধের জোর দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।