ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দীঘিনালায় গ্রাফিতি, চিকা ও ফেস্টুন

দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত অন্যতম রাজনৈতিক দল ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় গত ২৩ – ২৫ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত শিশু-কিশোরদের অংশগ্রহণে গ্রাফিতি অঙ্কন, চিকা মারা ও ফেস্টুন টাঙানো কর্মসূচি পালন করা হয়েছে।
শিশু-কিশোরা তাদের আঁকা গ্রাফিতিতে অপহৃত কল্পনা চাকমা’র সন্ধান, পাহাড়ের দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ, পাহাড়িদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও সবুজ পাহাড়ের চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন। এছাড়া তারা ইউপিডিএফের আন্দোলনের অংশ হিসেবে ইউপিডিএফের পতাকা উঁচিয়ে ধরার চিত্র অঙ্কন করেন।
গ্রাফিতি অঙ্কন ছাড়া সড়কের ওপর চিকা ও বিভিন্ন স্থানে ফেস্টুন টাঙানো হয়েছে।











উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর ২০২৪ পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত রাজনৈতিক দল ইউপিডিএফ প্রতিষ্ঠার ২৬ বছর পূর্ণ হবে। ১৯৯৮ সালের ২৫-২৬ ডিসেম্বর তিন গণসংগঠন পাহাড়ি গণপরিষদ, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের যৌথ সম্মেলনে ইউপিডিএফ গঠিত হয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।