ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুদুকছড়িতে শিশু র‌্যালি

0


রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ

বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়িতে শিশু র‌্যালি করেছে অগ্রসর শিশু কিশোর কেন্দ্র (এসিসি)

আজ বুধবার (২৫ ডিসেম্বর ২০২৪) সকাল ১০টার সময় কুদুকছড়ি নির্বানপুর বন বিহার ফটক থেকে শিশু র‌্যালিটি শুরু হয়ে রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক প্রদক্ষিণ করে বড় মহাপুরুম উচ্চ বিদ্যালয়ের মূল ফটকে এসে সমাবেশে মিলিত হয়। র‌্যালিতে তারা বিভিন্ন শ্লোগান দেন।

সমাবেশে এসিসি’র শ্রদ্ধাপূর্ণা চাকমার সভাপতিত্বে ও ইতি চাকমার সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বুদ্ধদেবী চাকমা এবং উপস্থিত শিশু-কিশোরদের শপথবাক্য পাঠ করান নিশান চাকমা।

সংক্ষিপ্ত বক্তব্য বুদ্ধদেবী চাকমা বলেন, ইউপিডিএফের প্রতিষ্ঠাবার্ষিকী দিনটি খুবই তাৎপর্যপূর্ণ। একটি মহান দিন। আগামীকাল পার্বত্য চট্টগ্রামের নিপীড়িত, শোষিত, বঞ্চিত অধিকার হারা জুম্ম জনগণের মুক্তিকামী দল ইউপিডিএফের ২৬তম জন্মদিন।


তিনি বলেন, ইউপিডিএফ প্রতিষ্ঠালগ্ন হতে পাহাড়ের ভূমি বেদখল, নারী ধর্ষণসহ জাতিগত সাংবিধানিক অধিকারের জন্য আন্দোলন করে যাচ্ছে। আগামীতে মহান পার্টির নির্দেশনায় আমাদের লড়াই সংগ্রাম বেগবান করে এগিয়ে নিতে হবে।

বক্তব্য শেষে উপস্থিত শিশু-কিশোররা দালাল-প্রতিক্রিয়াশীদের কুশপুত্তলিকায় আঘাত করে তাদের কর্মকাণ্ডের প্রতি ঘৃণা ধিক্কার জনান।

উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর ২০২৪ পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত রাজনৈতিক দল ইউপিডিএফ প্রতিষ্ঠার ২৬ বছর পূর্ণ হবে। ১৯৯৮ সালের ২৫-২৬ ডিসেম্বর তিন গণসংগঠন পাহাড়ি গণপরিষদ, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের যৌথ সম্মেলনে ইউপিডিএফ গঠিত হয়।  



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More