ইউপিডিএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাউখালীতে শিশু-কিশোরদের ‘ক্যাম্প ফায়ার’র আয়োজন

0
শিশু-কিশোরদের ক্যাম্প ফায়ারে যাওয়ার আগ মুহুর্তে তোলা ছবি।


কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল ২৬ ডিসেম্বর ২০২৫ রাঙামাটির কাউখালীতে শিশু-কিশোরদের নিয়ে বিশেষ ‘ক্যাম্প ফায়ারের’ আয়োজন করা হয়েছে। এর প্রতিপাদ্য বিষয় “সমমনা ও সতীর্থদের সংহতি ও সুদৃঢ় মৈত্রী বন্ধন রচনার লক্ষে ক্যাম্প ফায়ার।”

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) একদল শিশু-কিশোর প্রয়োজনীয় জিনিসপত্রসহ ‘ক্যাম্প ফায়ার’ কর্মসূচির স্থলে রওনা দেন।

এসময় ক্যাম্প ফায়ারে অংশগ্রহণ করতে যাওয়া শিশু-কিশোররা ইউপিডিএফ-এর দলীয় পতাকা এবং “পার্বত্য চট্টগ্রামের অবিস্মরণীয় দিন ২৬ ডিসেম্বর; শত শহীদের রক্তে গড়া ২৬ ডিসেম্বর অমর হোক; Glory to the UPDF;  No Full Autonomy, No Rest” শ্লোগান সংবলিত ফেস্টুন বহন করেন।

ক্যাম্প ফায়ারে যাওয়ার আগ মুহূর্তের কিছু ছবি:

ক্যাম্প ফায়ারে যাওয়ার জন্য প্রস্তুতি।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More