ইউপিডিএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নান্যাচরে পোস্টারিং, ফেস্টুন

0


নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটির নান্যাচর উপজেলা সদরের গুরুত্বপূর্ণ স্থানে পোস্টারিং ও ফেস্টুন টাঙানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) নান্যাচর কলেজ, টিএন্ডটি বাজার, পাতাছড়ি, বড়পুল পাড়া, শনখোলা পাড়া, মরাচেঙী, বাকছড়ি বাজারসহ গুরত্বপূর্ণ দৃষ্টিগ্রাহ্য স্থানে এই পোস্টারিং ও ফেস্টুন টাঙানো হয়।

ফেস্টুনগুলোতে ‘শত শহীদের রক্তে গড়া ২৬ ডিসেম্বর অমর হোক; পার্বত্য চট্টগ্রামের অবিস্মরণীয় দিন ২৬ ডিসেম্বর; দমন-পীড়ন রুখে দিতে ইউপিডএফে যোগ দিন; পূর্ণস্বায়ত্তশাসন ন অলে ন খিমিবং” ইত্যাদি শ্লোগান লেখা রয়েছে।







This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More