ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা’র সন্ধান দাবিতে নান্যাচরে বিক্ষোভ সমাবেশ

নান্যাচর প্রতিনিধি, সিএইচটি নিউজ ।। রাঙামাটির নান্যাচরে ‘রাষ্ট্রীয় গুমের শিকার মাইকেল চাকমা’র সন্ধান, সেনা শাসন তুলে নেয়া, পাহাড় ও সমতলে বিনা বিচারর হত্যা-গুম বন্ধ করা এবং রমেল ও সৌরভ হত্যায় জড়িত সেনাদের গ্রেফতার-বিচারের’ দাবিতে বিক্ষোভ সমাবশে করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) নান্যাচর ইউনিট।
আজ শনিবার (০৯ এপ্রিল ২০২২) সকাল ১০ টায় অনুষ্ঠিত সমাবেশে ইউপিডিএফ সদস্য বিদ্যুৎ চাকমার পরিচালনায় ও সংগঠক প্লাবন চাকমা সভাপতিত্বে বক্তব্য রাখেন বন্দুকভাঙা এলাকার বিশিষ্ট মূরুববী রাম কৃঞ্চ চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের রাঙামাটি জেলা সভাপতি ললিত ধন চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর রাঙামাটি জেলা সহ সভাপতি নেপচূন চাকমা প্রমুখ।
বক্তারা মাইকেল চাকমাকে সন্ধান দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, একটি গণতান্ত্রিক দেশে রাজনীতি ও ন্যায্য দাবিতে আন্দোলন করার অধিকার সকল নাগরিকের রয়েছে। এটা সংবিধান স্বীকৃত একটি গণতান্ত্রিক অধিকার। মাইকেল চাকমা পার্বত্য চট্টগ্রামে জুম্ম জনগণের অধিকারের স্বপক্ষে আন্দোলনকারী একজন সংগঠক। তাকে রাষ্ট্র এভাবে গুম করতে পারে না। কিন্তু সরকার তিন বছরেও মাইকেল চাকমার সন্ধান না দেয়ায় বক্তারা ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।
বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামে সেনাশাসন জারি রেখে জনগণের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালাচ্ছে। প্রতিনয়ত গ্রেফতার, বিচার বহির্ভুত হত্যা, গুম, রাত-বিরাতে ঘরবাড়িতে তল্লাশির নামে হয়রানিসহ নানাভাবে নিপীড়ন চালানো হচ্ছে। ফলে সাধারণ জনগণ এখান আর নিরাপদে বাড়িতে ঘুমাতে পারছে না। তারা গতকাল (৮ এপ্রিল) রাঙামাটি সদর উপজেলার গুইছড়ি থেকে ২ নারীসহ ৬ গ্রামবাসীকে সেনাবাহিনী ও তাদের সৃষ্ট সন্ত্রাসীদের দ্বারা তুলে নিয়ে যাওয়ার ঘটনা তুলে ধরে এসব নিপীড়ন বন্ধের দাবি জানান এবং উক্ত গ্রামবাসীদের নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি করেন।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী নিজেদের প্রমোশন লাভের জন্য ইচ্ছেমত যে কাউকে গ্রেফতার করে অস্ত্র গুজে দিয়ে ‘সন্ত্রাসী’ সাজাচ্ছে, কথিক বন্দুকযুদ্ধ কিংবা নির্যাতন চালিয়ে বিচার বহির্ভুতভাবে হত্যা করছে। ২০১৭ সালে নান্যাচরে ছাত্র নেতা রমেল চাকমাকে ও গত ১৫ মার্চ ২০২২ দীঘিনালায় ইউপিডিএফ সংগঠক নবায়ন চাকমা সৌরভকে সেনা হেফাজতে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে গুমের শিকার মাইকেল চাকমার সন্ধানপূর্বক পরিবারের কাছে ফিরিয়ে দেয়া, সেনাশাসন প্রতাহারপূর্বক পার্বত্য চট্টগ্রামে দমন-পীড়ন, বিচার বহির্ভুত হত্যা-গুম বন্ধসহ সেনা হেফাজতে রমেল, সৌরভের হত্যার ঘটনায় জড়িত সেনাদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন