ইউপিডিএফ নেতা মিঠুন চাকমার মুক্তির দাবিতে দীঘিনালায় পিসিপি’র বিক্ষোভ
দীঘিনালা : ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) এর অন্যতম সংগঠক ও পিসিপি’র সাবেক সভাপতি মিঠুন চাকমার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) দীঘিনালা উপজেলা শাখা।
বুধবার (১৩ জুলাই) সকাল ১০টায় দীঘিনালা ডিগ্রি করেজ গেইট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে লারমা স্কোয়ারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে দীঘিনালা উপজেলা শাখার তথ্যপ্রচার সম্পাদক মিথুন চাকমা ও দীঘিনালা ডিগ্রি কলেজ শাখার সভাপতি নিকেল চাকমা বক্তব্য রাখেন।
সমাবেশ থেকে বক্তারা মিঠুন চাকমার নিঃশর্ত মুক্তির দাবি ও অন্যায় ধরপাকড় বন্ধের দাবি জানান।
উল্লেখ্য, সোমবার দিবাগত মধ্যরাতে খাগড়াছড়ি সদরের অপর্ণাচরণ চৌধুরী পাড়া থেকে ৪০-৫০জনের একদল পুলিশ মিঠুন চাকমাকে নিজ বাড়ি থেকে আটক করে নিয়ে যায়। পরে তাকে পুরোনো মামলায় ওয়ারেন্ট দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়।
————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।