ইউপিডিএফ নেতা শহীদ অনিমেষ চাকমার ১ম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত
সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ির দিঘীনালায়ইউপিডিএফ-এর কেন্দ্রীয় নেতা শহীদ অনিমেষ চাকমার ১ম মৃত্যুবার্ষিকীউপলক্ষ্যে শোক র্যালি ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ মে সোমবার সকাল১০টায় দিঘীনালা উপজেলা সদরের ইউপিডিএফ কার্যালয়ের সামনে থেকে একটি শোকর্যালি বের হয়ে থানা বাজার, বাস স্টেশন ঘুরে দিঘীনালা সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেনইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর দিঘীনালা ইউনিটেরপ্রতিনিধি কিশোর চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ সাধারণসম্পাদক রেমিন চাকমা ও দিঘীনালা উপজেলা কমিটির সভাপতি বিধান চাকমা।
উল্লেখ্য, ২০১১ সালের ২১ মে রাঙ্গামাটির সুবলঙ ইউনিয়নের মিদিঙাছড়িতে জেএসএস সন্তুগ্রুপের সশস্ত্র সদস্যরা অনিমেষ চাকমা সহ ৪ জনকে গুলি করে হত্যা করে
