শোক সংবাদ
ইউপিডিএফ সংগঠক অমলেন্দু চাকমার পিতা মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক।। ইউপিডিএফ সংগঠক অমলেন্দু চাকমার পিতা সুরন্দ বিকাশ চাকমা (৭৩) মারা গেছেন।
আজ বৃহস্পতিবার (২৭ মে ২০২১) বেলা ১১:৪৫টার সময় রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়ি হেডম্যান পাড়ায় ছেলে অমলেন্দু চাকমার বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত অসুখে ভুগছিলেন।
প্রয়াত সুরন্দ বিকাশ চাকমা নিজেও এক সময় ইউপিডিএফের সাথে যুক্ত ছিলেন। পরে তিনি বয়স ও অসুস্থতাজনিত কারণে অবসর গ্রহণ করেন। এমতাবস্থায় বেশ ক’বার স্ট্রোকের কবলে পড়লে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।
তাঁর মৃত্যুতে ইউপিডিএফের রাঙামাটি জেলা ইউনিটের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
নেতৃবৃন্দ তাঁর অবদানের কথা স্মরণ করে বলেন, প্রয়াত সুরন্দ বিকাশ চাকমা এক সময় ইউপিডিএফের সাথে যুক্ত থেকে জাতীয় অস্তিত্ব রক্ষার আন্দোলনে ভূমিকা রেখেছেন। তাঁর অবদান পার্টি অবশ্যই মনে রাখবে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।