ইউপিডিএফ সদস্য তপন চাকমার পিতার মৃত্যুতে শ্রদ্ধা নিবেদন

0
ইউপিডিএফের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে।

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪

ইউপিডিএফ সদস্য তপন চাকমার পিতা আদি চন্দ্র চাকমা মৃত্যুবরণ করেছেন। গতকাল ৩ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার বিকাল ৪টার সময় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

আজ (৪ সেপ্টেম্বর) তাঁর দাহক্রিয়া অনুষ্ঠানে অনুষ্ঠিত হবে। দাহক্রিয়া অনুষ্ঠানের পূর্বে প্রয়াত আদি চন্দ্র চাকমার মরদেহে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনসমূহের পানছড়ি উপজেলা নেতৃবৃন্দ।  

গণসংগঠনগুলোর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে।

ইউপিডিএফের পক্ষ থেকে শ্রদ্ধা জানান পানছড়ি ইউনিটের সমন্বয়ক আইচুক ত্রিপুরা, সংগঠক সুমেন চাকমা, বকুল চাকমা, স্বাধীন চাকমা, সমিত্র চাকমা ও সন্তু মনি চাকমা এবং পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের পক্ষ থেকে শ্রদ্ধা জানান যথাক্রমে সুনীল ময় চাকমা, রিপন ত্রিপুরা ও মানিকপুদি চাকমা।

এ সময় নিকোলাস চাকমার সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্যে ইউপিডিএফ সংগঠক সুমেন চাকমা তপন চাকমার পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More