ইউপিডিএফ সদস্য নির্মল খীসাকে হত্যার প্রতিবাদে কুদুকছড়িতে বিক্ষোভ, বিভিন্ন স্থানে মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ১৬ মার্চ ২০২৫
রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের খামার পাড়ায় জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক ইউপিডিএফ সদস্য নির্মল খীসাকে গুলি করে হত্যার প্রতিবাদে কুদুকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ৪ গণসংগঠন। এছাড়া বিভিন্ন স্থানে নির্মল খীসার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
আজ রবিবার (১৬ মার্চ ২০২৫) বিকাল ৪ টার সময় পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের রাঙামাটি জেলা শাখাসমূহের যৌথ উদ্যোগে কুদুকছড়ি নির্বানপুর বন বিহারের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রাঙামাটি–খাগড়াছড়ি সড়ক হয়ে কুদুকছড়ি বাজার প্রদক্ষিণ করে বড় মহাপুরুম উচ্চ বিদ্যালয়ের মূল ফটকে সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী রিতা চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ সভাপতি ধর্মশিং চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার অর্থ সম্পাদক ঝিমিত চাকমা, হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নিশি চাকমা। এছাড়া পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের রাঙামাটি জেলা সভাপতি রিনিসা চাকমা সমাবেশে উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা নির্মল খীসাকে হত্যার নিন্দা জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামে জুম্মো জনগণের ন্যায্য অধিকার পূর্ণস্বায়ত্তশাসন আন্দোলনে নির্মল খীসা একনিষ্ট কর্মী ছিলেন। তিনি পাহাড়ের অধিকারহারা জনগণের মুক্তির জন্য ইউপিডিএফের আন্দোলনে যুক্ত হয়েছেন। কিন্তু আজ সকাল ৯টার সময় সাপছড়ি ইউপির খামার পাড়ায় সাংগঠনিক কাজে যাওয়ার সময় জেএসএস সন্তু গ্রুপের সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালিয়ে ব্রাশফায়ার করে তাকে নির্মমভাবে হত্যা করেছে। একজন নিরস্ত্র মানুষকে তারা যেভাবে হত্যা করেছে তা খুবই নিন্দনীয়।


তারা আরো বলেন, জেএসএস সন্তু গ্রুপ শুধু আজকে নির্মল খীসাকে হত্যা করেছে তা নয়, এ যাবত তারা ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনের আরো বহু নেতা-কর্মীকে হত্যা করেছে। এসব হত্যাকাণ্ডের জন্য জনগণ সন্তু লারমাকে ক্ষমা করবে না।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে নির্মল খীসা হত্যাকাণ্ডে জড়িত সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
নির্মল খীসার মরদেহে শ্রদ্ধা নিবেদন
এদিকে, নির্মল খীসার মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের পর বাড়িতে নেয়ার পথে এক হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়। এসময় সাপছড়ি, কুদুকছড়ি, ঘিলাছড়ি, ১৮ মাইলে দলীয় কর্মী-সমর্থক, এলাকাবাসী ও আপামর জনগণ নির্মল খীসার নিথর দেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

কুদুকছড়িতে নির্মল খীসার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

ঘিলাছড়িতে নির্মল খীসার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

১৮ মাইলে নির্মল খীসার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।