ইতি চাকমা হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে পানছড়ি ও মহালছড়িতে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্রী এইচএসসি পরীক্ষার্থী ইতি চাকমাকে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পানছড়ি ও মহালছড়ি কলেজের শিক্ষার্থীরা।
আজ বুধবার (১ মার্চ ২০১৭) সকাল সকাল ১০টা দিকে পানছড়ি ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পানছড়ি বাজার পৌঁছলে পানছড়ি থানার ওসি জব্বারের নেতৃত্বে পুলিশ বাধা দিয়ে ভ-ুল করে দেয়ার জন্য চেষ্টা করলে মিছিলে অংশগ্রহণকারী শত শত প্রতিবাদী কলেজ শিক্ষার্থী এতে প্রতিবাদ জানালে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ করে শিক্ষার্থীরা।
সমাবেশে পানছড়ি ডিগ্রী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র অমর বিকাশ চাকমা সভাপতিত্বে ও একাদশ শ্রেণীর ছাত্র সুকিরণ চাকমা সঞ্চালনায় বক্তব্য রাখেন পানছড়ি ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র রুপান্তর চাকমা, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি থানা শাখার সভাপতি রুপায়ন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের পানছড়ি থানা শাখার আহ্বায়ক ঝিনুকা চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের পানছড়ি ডিগ্রী কলেজ শাখার সভাপতি এডিসন চাকমা, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলে কলেজ শাখার সভাপতি অংশি মারমা ও বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের পানছড়ি থানা শাখার তথ্য প্রচার সম্পাদক বিন্ধু রায় ত্রিপুরা প্রমুখ।
বক্তারা ইতি চাকমা হত্যার ঘটনা পরিকল্পিত উল্লেখ করে উক্ত ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন অবিলম্বে হত্যাকারীদের খুঁজে বের করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহালছড়ি ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা। আজ সকাল ১০টায় শিক্ষার্থীরা মহালছড়ি ডিগ্রী কলেজ গেইট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মহালছড়ি বাজার বাস টার্মিনালে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মহালছড়ি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী পিপি চাকমা। সংহতি জানিয়ে এতে আরো বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি দ্বিতীয়া চাকমা ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের মহালছড়ি থানা শাখার সভাপতি মেনন চাকমা প্রমুখ।
বক্তারা বলেন, পাহাড়ি নারীরা আজ নিজ বাসায়ও নিরাপদ নয়। ইতি চাকমাকে গলাকেটে হত্যার ঘটনাই তা প্রমাণ করেছে। কিন্তু সরকার তথা প্রশাসন নারীদের নিরাপত্তা দিতে পারছে না।
বক্তারা ইতি চাকমা হত্যার সাথে জড়িত কাউকে এখনো গ্রেফতার করতে না পারায় উদ্বেগ প্রকাশ করেন। তারা অবিলম্বে খুনীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
——————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।