উত্তরবঙ্গের ১৬টি সংগঠনের ‘আদিবাসী ঐক্য মঞ্চ’ গঠিত

0


‘আদিবাসী’ হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবিকে সামনে রেখে উত্তরবঙ্গের ১৬টি সংগঠনের “আদিবাসী ঐক্য মঞ্চ” গঠিত হয়েছে।

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি ২০২৫) রাজশাহীর ডাসকো ফাউন্ডেশন প্রশিক্ষণ কক্ষে এক সভায় এই ঐক্য মঞ্চ গঠিত হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় নেত্রী রেবেকা সরেন। আদিবাসী এক্টিভিস্ট প্রদীপ মার্ডীর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য প্রদান করেন নাগরিক প্রতিনিধি সুমন অগাষ্টিন সরেন, আদিবাসী মুক্তি মোর্চা প্রতিনিধি সুবাস মারান্ডী, জাতীয় আদিবাসী পরিষদ প্রতিনিধি সুভাষ চন্দ্র হেম্ব্রম, বাংলাদেশ ওরাও কালচারাল ফোরাম প্রতিনিধি রিপন তীর্কি, পাহাড়িয়া বাইশি পরিষদ প্রতিনিধি রঞ্জিত সাউরিয়া এবং পাহাড়িয়া বাইশি পরিষদ প্রতিনিধি থাদিয়াস বিশ্বাস।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই অভ্যুত্থান পরবর্তী আদিবাসী জনগোষ্ঠীর উপরে হামলা-নিপীড়ন, পাঠ্যপুস্তকে আদিবাসী বিষয়ক গ্রাফিতি বিতর্ক, ১৫ই জানুয়ারি আদিবাসীদের প্রতিবাদে হামলা ও উস্কানী, অন্তবর্তীকালীন সরকারের সংবিধান সংষ্কারের উদ্যোগে সংস্কার কমিশনের প্রতিবেদন ও সুপারিশে আদিবাসী বিষয়ক প্রতিফলন না থাকা, সাম্প্রতিক নওগাঁর নিয়ামতপুরে ২৭টি পরিবারকে জোরপূর্বক অবরুদ্ধ করে রাখা এবং আদিবাসী হিসেবে স্বীকৃতি প্রদান না করে আদি-বাসিন্দা ও আদিবাসী শব্দ নিয়ে রাজনীতি, বাঙ্গালি-আদিবাসী মুখোমুখি দাঁড় করানোর মত ঘটনা ও পরিস্থিতি বাংলাদেশে আদিবাসী জনগোষ্ঠীর ক্রান্তিকাল জানান দেয়; এই প্রেক্ষিতে ঐক্যবদ্ধ ও যুগপৎ আন্দোলনের মাধ্যমে ‘আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি’ আদায়ের এক দফা দাবীকে কেন্দ্র করে ১৬টি সংগঠন ঐক্যমত পোষণ করে।

ঐক্যমতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সুশীল নাগরিক ও সংগঠনসমূহের প্রতিনিধিদের সমন্বয়ে পরিচালনা পর্ষদ ও জনসংযোগ পর্ষদ গঠনের মাধ্যমে “আদিবাসী ঐক্য মঞ্চ” গঠিত হয়।

মঞ্চে শরীক সংগঠনমূহ হল বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, বাংলাদেশ আদিবাসী সংঘ, জাতীয় আদিবাসী পরিষদ, বাংলাদেশ মুন্ডা এসোসিয়েশন, বাংলাদেশ ওরাও কালচারাল ফোরাম, বাংলাদেশ মুন্ডা স্টুডেন্ট এসোসিয়েশন, পাহাড়িয়া পরিষদ, পাহাড়িয়া আদিবাসী স্টুডেন্ট ইউনিয়ন (পাসু), পাহাড়িয়া বাইশি পরিষদ, মাহালে ল্যাঙ্গুয়েজ এন্ড ডেভেলপমেন্ট কমিটি (এম.এল.ডি.সি), আদিবাসী মুক্তি মোর্চা, আদিবাসী ছাত্র পরিষদ, সান্তাল ছাত্র ঐক্য, মাহলে স্টুডেন্টস কাউন্সিল, আদিবাসী স্টুডেন্ট এসোসিয়েশন অব রাজশাহী ইউনিভার্সিটি (আশারু) এবং উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম।

আদিবাসী ঐক্য মঞ্চ এর জনসংযোগ পর্ষদের সদস্য সৌমিক ডুমরী (মোবাইল: +৮৮০১৭৭০০৮৩৪৪৬, ইমেইল: shoumikdumri@gmail.com) স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More