এইচডব্লিউএফ নেত্রী এন্টি চাকমাসহ তিন জনকে অপহরণের প্রতিবাদে সাজেকে বিক্ষোভ
সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)-এর কেন্দ্রীয় সদস্য ও খাগড়াছড়ি জেলা আহ্বায়ক এন্টি চাকমাসহ তিন জনকে অপহরণের প্রতিবাদে সাজেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৪ সেপ্টেম্বর ২০২৩) দুপুর ১২টায় সাজেকে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে হিল উইমেন্স ফেডারেশনের বাঘাইছড়ি উপজেলা শাখার সদস্য অর্পনা চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক ইয়ান চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সাজেক থানা শাখার সভাপতি রূপসী চকামা ও হিল উইমেন্স ফেডারেশনের সদস্য লিলা চাকমা।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় বাহিনীর মদদে নব্যমুখোশ দুর্বৃত্তরা একের পর এক অপহরণ, খুনসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। প্রশাসন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নেয়ার কারণে তারা বেপরোয়া হয়ে উঠেছে। তাই অতিদ্রুত সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
বক্তারা অবিলম্বে এন্টি চাকমাসহ অপহৃত তিন নেতা-কর্মীকে সুস্থ শরীরে, নিরাপদে ও নিঃশর্তভাবে মুক্তি দেয়ার দাবি জানান।
উল্লেখ্য, গতকাল শনিবার (২৩ সেপ্টেম্বর) সাজেক থেকে সাংগঠনিক কাজ শেষে ফেরার পথে দীঘিনালা উপজেলার কবাখালী বাজার এলাকা থেকে নব্যমুখোশ দুর্বৃত্তরা এন্টি চাকমা, কর্ণিয়াা চাকমা ও নিশা চাকমা নামে তিন জনকে অপহরণ করে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন