এই দিনে : ২৬ জুন গোমতি-বেলছড়ি গণহত্যা দিবস

আজ ২৬ জুন পার্বত্য চট্টগ্রামের ইতিহাসে আরেকটি রক্তাক্ত দিন। ১৯৮১ সালের এই দিনে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতি-বেলছড়ি এলাকায় রাষ্ট্রীয় বাহিনী ও সেটলার বাঙালি কর্তৃক পাহাড়িদের উপর সাম্প্রদায়িক হামলা ও গণহত্যা সংঘটিত হয়।
বিভিন্ন তথ্যসূত্রে জানা যায়, ১৯৮১ সালের ২৬ জুন সন্ধ্যা নাগাদ রাষ্ট্রীয় বাহিনীর সহযোগীতায় শত শত সেটেলার বাঙালি বিভিন্ন দলে বিভক্ত হয়ে বেলছড়ি ও গোমতি এলাকায় পাহাড়িদের বিভিন্ন গ্রামে বর্বরোচিত হামলা চালায়। তারা বেলছড়ি, বৈরাগীছড়া ত্রিপুরা পাড়া, ডাংগি পাডাসহ পাহাড়ি অধ্যুষিত আরো বেশ কয়েকটি গ্রামে হামলা, ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এ হামলায় অন্তত ৫ শতাধিক অধিক পাহাড়ি নারী-পুরুষ-শিশুকে হত্যা ও গুম করা হয়। এতে প্রায় ৫ হাজার জনের মতো লোক ভারতের ত্রিপুরা রাজ্যে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। পরে সেটলাররা পাহাড়িদের অধিকাংশ গ্রাম ও জমি-জমা দখল করে ফেলে। (ঘটনার বিবরণটি সংক্ষেপিত)
বি:দ্র:- ঘটনাটির তথ্যগত ভুল থাকতে পারে, তাই সে রকম দৃষ্টিগোচর হলে আমাদেরকে জানানোর অনুরোধ রইল।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।