একটি ‘গাদা বন্দুক’ দিলে এক লক্ষ টাকা দেয়ার প্রস্তাব সেনাদের!

কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
রাঙামাটির কাউখালীতে সেনাবাহিনীর সদস্যরা এক ব্যক্তিকে ‘একটি গাদা বন্দুক দিতে পারলে এক লক্ষ টাকা দেয়ার’ প্রস্তাব দিয়েছেন বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর ২০২৪) রাঙামাটির কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের হীরাকাজি গ্রামের কৃষক হ্লাচিমং মারমার (৫০) নিকট তারা এ প্রস্তাব দেন। তবে তিনি সেনা সদস্যদেরকে তার কাছে কোন বন্দুক নেই বলে জানিয়ে দেন।
বিলম্বে প্রাপ্ত খবরে জানা যায়, গত সোমবার (২৫ নভেম্বর) বেতবুনিয়ার গোদারপাড় আর্মি ক্যাম্প এবং খীরাম আর্মি ক্যাম্প থেকে দু’দল সেনা সদস্য ডাবুয়ার হেডম্যানপাড়ায় এসে জড়ো হন। পরে তারা স্থানীয় ডাবুয়া পাড়া, রক্তছড়িপাড়া, শুকনাছড়ি গ্রাম টহল দেন। এ সময় তারা ইউপিডিএফ সংগঠক অভি মারমা কোথায় অবস্থান করেন, এলাকায় চুরি ডাকাতি হয় কিনা ইত্যাদি প্রশ্ন অনেকের কাছ থেকে জিজ্ঞাসা করেন। রাতে তারা ডাবুয়া হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করেন।
পরদিন মঙ্গলবার (২৬ নভেম্বর) সেনারা প্রত্যন্ত এলাকা হীরাকাজি গ্রামে টহল দিতে যায়। সেখানে তারা সাজাইমা মারমা, স্বামী: মৃত-হ্লাফউ মারমা নামে এক বৃদ্ধার বাড়ি তল্লাশি করে। তবে তারা তার বাড়ি থেকে অবৈধ কোনকিছু পায়নি।
পরে সেনারা ফিরে যাওয়ার সময় হ্লাচিমং মারমাকে পথে নাগাল পেয়ে দুই/তিনজন সেনা সদস্য তাকে ‘একটি গাদা বন্দুক দিতে পারলে বিনিময়ে এক লক্ষ টাকা দেয়ার’ প্রলোভন দেখান। তবে সেনাদের এ প্রস্তাবে তিনি ‘তার কাছে কোন বন্দুক নেই’ বলে তাদেরকে জানিয়ে দেন।
এ ব্যাপারে ভুক্তভোগী হ্লাচিমং মারমা এ প্রতিবেদকে জানান, “আমি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করি। তাদেরকে কোথা থেকে বন্দুক দেবো? তারা আমাকে টাকার লোভ দেখিয়ে ফাঁসাতে চেয়েছিল।”
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।