একে-৪৭ উদ্ভাবক কালাশনিকভের মৃত্যু

0

সিএইচটিনিউজ.কম ডেস্ক: 
কালাশনিকভ অ্যাসল্ট রাইফেলের (একে-৪৭) উদ্ভাবক মিখাইল কালাশনিকভ ৯৪ বছর বয়সে গতকাল সোমবার (২৩ ডিসেম্বর)  মারা গেছেন। রুশ টেলিভিশনে এ খবর দেয়া হয়েছে।

গত নভেম্বরে অসুস্থ হয়ে পড়ার পর মিখাইল কালাশনিকভকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

নিজের উদ্ভাবিত রাইফেল হাতে মিখাইল কালাশনিকভ
নিজের উদ্ভাবিত রাইফেল হাতে মিখাইল কালাশনিকভ

মিস্টার কালাশনিকভ যে অটোমেটিক রাইফেলের নকশা করেছিলেন তা বিশ্বের সবচেয়ে বহুল ব্যবহৃত একটি আগ্নেয়াস্ত্র। স্নায়ু যুদ্ধের সময় বিশ্বের দেশে দেশে একে ফরটি সেভেন বিপ্লবের প্রতীক হয়ে ওঠে। অ্যাঙ্গোলা থেকে ভিয়েতনাম, আলজিরিয়া থেকে ফিলিস্তিন বহু দেশের বিপ্লবীদের প্রিয় অস্ত্র ছিল একে ফরটি সেভেন।

কালাশনিকভ রাইফেলের ডিজাইন খুব সরল হওয়ায় এটি তৈরি করতে খরচ পড়ে খুব কম এবং এটির রক্ষণাবেক্ষণও খুব সহজ। রাইফেলটি আবিস্কারের জন্য কালাশনিকভ তৎকালীন সোভিয়েত ইউনিয়নে রাষ্ট্রীয় সন্মান পান। কিন্তু এ থেকে তিনি আর্থিকভাবে খুব বেশি লাভবান হননি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধক্ষেত্রে আহত হওয়ার পর মিখাইল কালাশনিকভ ১৯৪৭ সালে এই স্বয়ংক্রিয় রাইফেলটির নকশা করেন। তিনি এটির নাম দেন আভটোমেট কালাশনিকোভা। এটি অবশ্য সংক্ষেপে একে ফরটি সেভেন নামেই বিশ্বব্যাপী পরিচিতি পায়।

সূত্র : বিবিসি

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More