এন্টি চাকমাসহ ৩ জনকে অপহরণে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানিকছড়িতে বিক্ষোভ

0

মানিকছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক এন্টি চাকমা ও দুই ছাত্রীকে অপহরণের প্রতিবাদে ও অপহরণকারীদের গ্ৰেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়ির মানিকছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও গণতান্ত্রিক যুব ফোরাম, মানিকছড়ি উপজেলা শাখা।

“অপহরণ-খুন-গুমসহ ঠ্যাঙাড়ে সন্ত্রাস বন্ধ কর” এই শ্লোগানে আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর ২০২৩) সকাল ১০টায় মানিকছড়ি উপজেলা সদরের পিষ্টতলা এলাকা থেকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সড়ক প্রদক্ষিণ করে জামতলা নামক স্থানে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে পিসিপির মানিকছড়ি উপজেলা শাখার সদস্য আনু মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের মানিকছড়ি উপজেলা সভঅপতি অংজাই রোয়াজা ও পিসিপি’র মানিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক অংসালা মারমা।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় বাহিনীর মদদে অপহরণ, খুন, গুম, ধর্ষণের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সংঘটিত হচ্ছে। পার্বত্য চট্টগ্রামে অধিকার প্রতিষ্ঠার আন্দোলন বানচাল করতে সেনাবাহিনীর সৃষ্ট নব্যমুখোশ সন্ত্রাসীদের লেলিয়ে দেওয়া হচ্ছে। এই ঠ্যাঙারে সন্ত্রাসীদের দিয়েই গত ২৩ সেপ্টেম্বর সাজেক থেকে ফেরার পথে দীঘিনালায় হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক ও দুই সাধারণ ছাত্রীকে অপহরণ করে মানসিকভাবে হয়রানি করা হয়েছে।

বক্তারা অতীতে সংঘটিত কিছু ঘটনা তুলে ধরে বলেন, পার্বত্য চট্টগ্রামে নারী নেত্রী অপহরণের ঘটনা নতুন নয়। ১৯৯৬ সালে সেনাবাহিনীর কর্মকর্তা লে. ফেরদৌসের নেতৃত্বে বাঘাইছড়ির নিজ বাড়ি থেকে হিল উইমেন্স ফেডারেশনের তৎকালীন সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমাকে অপহরণ করা হয়েছিল, যার খোঁজ ও বিচার আমরা আজও পাইনি। এরপর ২০১৮ সালে রাঙামাটির কুদুকছড়ি থেকে সেনা সৃষ্ট নব্যমুখোশ দুর্বৃত্তরা মন্টি চাকমা ও দয়াসোনা চাকমা নামে দুই নারী নেত্রীকে অপহরণ করেছিল। এই ঘটনায় জড়িতদেরও আইনের আওতায় আনা হয়নি। এই বিচার না হওয়ার কারণে সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে বার বার অপহরণসহ নানা ঘটনা সংঘটিত করতে সাহস পাচ্ছে।

বক্তারা রাষ্ট্রীয় দমন-পীড়ন, খুন-গুম, অপহরণ. ধর্ষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর জন্য ছাত্র, যুব, নারী সমাজসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানান।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে হিল উইমেন্স ফেডারেশন নেত্রী এন্টি চাকমাসহ ৩ জনকে অপহরণের ঘটনায় জড়িত নব্যমুখোশ সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি, নব্যমুখোশ বাহিনী ভেঙে দিয়ে অপহরণ, খুন-গুমসহ ঠ্যাঙারে সন্ত্রাস বন্ধ করা, পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাশাসন তুলে নেয়ার দাবি জানান। একই সাথে তারা পার্বত্য চট্টগ্রামে শিক্ষা প্রতিষ্ঠানের সেনা-গোয়েন্দা নজরদারি বন্ধ বন্ধ করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করারও দাবি জানিয়েছেন।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More