এন্টি চাকমাসহ ৩ জনকে অপহরণে জড়িতদের গ্রেফতার-শাস্তির দাবিতে গুমারায় বিক্ষোভ
গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩

“অপহরণ-খুন-গুমসহ ঠ্যাঙাড়ে সন্ত্রাস বন্ধ কর” শ্লোগানে হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক এন্টি চাকমা ও ২ ছাত্রীকে অপহরণের প্রতিবাদে এবং অপহরণকারীদের গ্ৰেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়ির গুইমারায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াএফ), মাটিরাঙ্গা ও গুইমারা উপজেলা শাখা।
আজ বুধবার (২৭ সেপ্টেম্বর ২০২৩) বিকাল ৫টার সময় গুইমারা উপজেলা সদরের রামসু বাজার হতে একটি মিছিল বের করা হয়। মিছিলটি গুইমারা বাজার এলাকায় এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের গুইমারা উপজেলা সাধারণ সম্পাদক জয়ন্ত চাকমার সঞ্চালায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের মাটিরাঙ্গা উপজেলার শাখার সভাপতি রিকেন ও পাহাড়ি ছাত্র পরিষদের মাটিরাঙ্গা উপজেলা সভাপতি অনিমেষ চাকমা।

বক্তারা বলেন, রাষ্ট্রীয় বাহিনী নব্যমুখোশ-রাজাকার সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে খুন, অপহরণের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা লুটার চেষ্টা করছে। তারই অংশ হিসেবে গত ২৩ সেপ্টেম্বর ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতার আত্মাহেুতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাজেক থেকে খাগড়াছড়ি ফেরার পথে দীঘিনালা থেকে রাষ্ট্রীয় বাহিনীর মদদে নব্যমুখোশরা হিল উইমেন্স ফেডারেশন নেত্রী এন্টি চাকমা এবং দুই ছাত্রী কর্ণিয়া চাকমা ও নিশা চাকমাকে অপহরণ করে ২২ ঘন্টা জিম্মি রেখে পরে মুক্তি দেয়। কিন্ত ঘটনার চার দিন অতিবাহিত হলেও অপহরণকারীদের এখনো গ্রেফতার করা হয়নি।
তারা পার্বত্য চট্টগ্রামে কল্পনা চাকমা্ ও মন্টি, দয়াসেনা চাকমা অপহরণ ঘটনায় জড়িত দুর্বৃত্তদের গ্রেফতার ও শাস্তি না হওয়ায় বার বার এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হচ্ছে বলে অভিযোগ করেন।
বক্তারা বলেন, রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাস ও অন্যায় দমন-পীড়নের বিরুদ্ধে ছাত্র-যুব-নারী সমাজকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে এন্টি চাকমাসহ তিন জনকে অপহরণে জড়িত নব্যমুখোশ সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক যথাযথ বিচার ও দৃষ্টান্তমূলক সাজা এবং নারীর নিরাপত্তা নিশিচত করার দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন