কক্সবাজারে বৌদ্ধ ভিক্ষুর উপর হামলাকারীকে আটকের দাবি পুলিশের
কক্সবাজার জেলার উইমাহ্লাটারা ক্যাং এর বৌদ্ধ ভিক্ষুকে হামলাকারী “মংয়াইং” নামে এক ব্যক্তিকে আটকের দাবি করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে তাকে বান্দরবান জেলার লামা উপজেলা থেকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। আজ (বৃহস্পতিবার) তাকে লামা থানা থেকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করার কথা রয়েছে।

উল্লেখ্য, গতকাল ১৩ জুলাই ভোর ৫ টার দিকে শহরের উইমাহ্লাটারা ক্যাং এর বৌদ্ধভিক্ষু উপেনদিতা (৭৭) কে ভিক্ষু পোশাকধারী এক ব্যক্তি ক্যাং এর ভিতরে ঢুকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
এ বিষয়ে বৌদ্ধভিক্ষুর সেবায় নিয়োজিত ৯ বছরের ছেলে থুইসা মং এর বর্ণনা মতে, ভোরে ভান্তের কাপড় পরিহিত এক ব্যক্তি গেইট খোলার জন্য বললে সে গেইট খুলে দেয়। ওই ব্যক্তি তাকে ২০ টাকা দিয়ে নাস্তা নিয়ে আসার জন্য দোকানে পাঠায়। পরে দোকান থেকে ফিরে দেখে লোকটি নাই, ভিক্ষু উপেনদিতা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।
এ হামলার কারণ হিসেবে ক্যাং-এর জায়গা নিয়ে বিরোধের কথা বলা হলেও অন্য কোন কারণও থাকতে পারে বলে অনেকের সন্দেহ। কারণ এ ঘটনার মাস দুয়েক আগে বান্দরবানে এক বৌদ্ধ ভিক্ষুকে গলাকেটে হত্যা করা হয়েছিল।
—————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।