কমলছড়িতে পাহাড়িদের ওপর সেটলার হামলার প্রতিবাদে খাগড়াছড়ি ইউনিয়নে বিক্ষোভ

স্থানীয় প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়িতে ভূমি বেদখলের উদ্দেশ্যে সেটলার বাঙালি কর্তৃক পাহাড়িদের উপর হামলা চালিয়ে গুরুতর জখম করার প্রতিবাদে খাগড়াছড়ি সদর ইউনিয়নে বিক্ষোভ প্রদর্শন করেছেন এলাকাবাসী।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) বেলা ২টার সময় ‘১নং খাগড়াছড়ি ও ৩নং গোলাবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ’-এর ব্যানারে এই বিক্ষোভের আয়োজন করা হয়।
সমাবেশে নিক্কুরো চাকমার সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্যে রিমন ত্রিপুরা বলেন, খাগড়াছড়ি জেলার আনাচে-কানাচে সেটলার বাঙালিরা প্রতিনিয়ত আমাদের মা-বোনের ওপর নির্যাতন, ভাইদের হত্যা ও জমি জবরদখল করছে। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদেরকে ভূমি বেদখল ও নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।

তিনি আরো বলেন, আমরা আদি যুগ থেকে মারমা, চাকমা, ত্রিপুরাসহ সকল জাতিসত্তা ঐক্যবদ্ধভাবে বসবাস করে আসছি। কিন্তু সেটলার বাঙালিরা ১৯৮০ সালে এসে আমাদের বংশ পরম্পরার ভূমি তাদের বলে দাবি করছে, জবরদখল করছে। তাই আমাদের আর ভয় পেলে চলবে না, লড়াই করে পার্বত্য চট্টগ্রামে টিকে থাকতে হবে।
তিনি অবিলম্বে কমলছড়িতে হামলার ঘটনায় জড়িত সেটলারদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
