কাউখালিতে তিন সংগঠনের বিক্ষোভ

কাউখালি প্রতিনিধি ।। “পাহাড় থেকে ফৌজি শাসন তুলে নাও, রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ কর” শ্লোগানে খাগড়াছড়ির পানছড়িতে নির্বিচারে রাষ্ট্রীয় বাহিনীর গুলিবর্ষণে যুবনেতা কল্যাণ জ্যোতি চাকমাকে জখম ও আটক এবং মাটিরাঙ্গার ইউপিডিএফ’র সদস্য লালন চাকমাকে আটকের প্রতিবাদে রাঙামাটির কাউখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তিন সংগঠন।
আজ মঙ্গলবার (১০ আগস্ট ২০২১ (মঙ্গলবার) পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন এই বিক্ষোভ কর্মসূচি পালন করে।
মিছিল পরবর্তী অনুষ্ঠিত সমাবেশে গণতান্ত্রিক যুব ফোরামের কাউখালী থানা শাখান সাংগঠনিক সম্পাদক ক্যথুই মারমার সঞ্চালনায় ও সহ সাধারণ সম্পাদক অংচিংহ্লা মারমার সভাপতিত্বে বক্তব্য রাখেন পিসিপি কাউখালী থানা শাখার সদস্য তুসামং মারমা, হিল উইমেন্স ফেডারেশন কাউখালী থানা শাখা সাধারন সম্পাদক পাইথুুই মা মারমা, গণতান্ত্রিক যুবক ফোরাম কাউখালী থানা শাখার সভাপতি থুইনুমং মারমা এবং ইউপিডিএফ সংগঠক অমর চাকমা।
বক্তারা পার্বত্য চট্টগ্রামের অস্থিতিশীল পরিস্থিতির জন্য রাষ্ট্রীয় বাহিনীকে দায়ি করে বলেন, যারা নিরাপত্তার কাজে নিয়োজিত তাদের অন্যায়-উৎপীড়নের কারণে জনগণ নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করতে বাধ্য হচ্ছে। নিরাপত্তার নামে তারা নিজেরাই যেমন মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছেন, একইভাবে একটি সশস্ত্র গোষ্ঠীকে মদত ও আশ্রয়-প্রশ্রয় দিয়ে খুন, গুম, অপহরণ, চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছেন।
বক্তারা গত ৫ আগস্ট পানছড়িতে যুব ফোরাম নেতাদের উপর বিনা কারণে গুলিবর্ষণ ও কল্যাণ জ্যোতি চাকমাকে আটক ও পরদিন মাটিরাঙ্গায় ইউপিডিএফ সদস্য লালন চাকমাকে আটকের ঘটনা তুলে ধরে বলেন, পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত রাষ্ট্রীয় বাহিনীগুলোর কর্মকাণ্ড দেখলে মনে হয় এখানে যেন যুদ্ধাবস্থা বিরাজ করছে। তারা নিরস্ত্র মানুষের উপর গুলিবর্ষণ করছে, বিচার বহির্ভূতভাবে হত্যা করছে, সাধারণ মানুষকে ধরে নিয়ে নিয়ে নির্যাতন ও অস্ত্র উদ্ধার নাটক সাজাচ্ছে। এসব অন্যায়-অবিচারের মাধ্যমে তারা প্রমোশন বাণিজ্য চালিয়ে যাচ্ছে বলে বক্তারা অভিযোগ করেন।
বক্তারা রাষ্ট্রীয় এসব অন্যায়-অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে আটক কল্যাণ জ্যোতি চাকমা, লালন চাকমাসহ এ যাবত আটককৃত সকল নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দেয়ার দাবি জানান
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।