কাউখালিতে নারী সমাবেশ শেষে ফেরার পথে অতিথি বক্তাদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ

0


রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

রাঙামাটির কাউখালিতে কল্পনা চাকমা অপহরণ দিবসে আয়োজিত প্রতিবাদী নারী সমাবেশ থেকে ঢাকার উদ্দেশ্যে ফেরার পথে অতিথি বক্তাদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ।

আজ বৃহস্পতিবার (১২ জুন ২০২৫) হিল উইমেন্সে ফেডারেশন সভাপতি নীতি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আজ কল্পনা চাকমা অপহরণ দিবস উপলক্ষে চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস গংদের সাজার দাবিতে কাউখালি সদরে এক প্রতিবাদী নারী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে ঢাকা থেকে এসে অংশগ্রহণ করে বক্তব্য দেন গণতান্ত্রিক অধিকার কর্মী মার্জিয়া প্রভা, এক্টিভিস্ট, লেখক ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস-এর শিক্ষক অলিউর সান এবং বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নূজিয়া হাসিন রাশা।

কিন্তু অনুষ্ঠান শেষে ফেরার সময় বিকেল সাড়ে ৪টার দিকে বেতছড়ি নামক স্থানে আটকিয়ে সেনাবাহিনীর পোষ্য বাঙালি সেটলাররা তাদের ওপর হামলা চালায় ও লাঞ্ছিত করে। এরপর তাদেরকে স্থানীয় সেনা ক্যাম্পে ও থানায় নিয়ে যাওয়ার হুমকি দেয়া হয়, কিন্তু তাতে তারা বিচলিত না হলে সেটলাররা তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়।

এ সময় অতিথিদের সাথে ছিলেন পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক দেবাশীষ চাকমা।

দুই নেত্রী উক্ত হামলাকে অত্যন্ত ন্যাক্কারজনক অভিহিত করে বলেন, পার্বত্য চট্টগ্রামে যে এখনো পতিত ফ্যাসিস্ট হাসিনার দোসরদের রাজত্ব ও অপশাসন চলছে এই ঘটনা তারই জ্বলন্ত প্রমাণ।

“যতদিন পার্বত্য চট্টগ্রামে সেনা দখলদারিত্ব ও সেটলার উপনিবেশ থাকবে ততদিন সেখানে শান্তি আসবে না, পাহাড়ি নারীদের নিরাপত্তা নিশ্চিত হবে না এবং সেই সাথে দেশেও প্রকৃত গণতান্ত্রিক শাসন কায়েম হবে না”বলে তারা মন্তব্য করেন।

তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তি এবং পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী ও সেটলারদের প্রত্যাহারের দাবি জানান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More