কাউখালিতে সেটলার কর্তৃক এক জুম্ম নারীর জমি বেদখলের অভিযোগ

0

কাউখালি প্রতিনিধি।। রাঙামাটির কাউখালি উপজেলাধীন পেরাছড়ায় মো. পারভেজ নামে এক সেটলার বাঙালি স্থানীয় জুম্ম নারী বিমলা চাকমার ১ একর সেগুন বাগান বেদখলের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, বিমলা চাকমা ২০০৯ সালে প্রতিময় চাকমার কাছ থেকে সেগুন বাগানসহ ওই জমি ক্রয় করেন। ঘিলাছড়ি মৌজায় অবস্থিত উক্ত জমির হোল্ডিং নম্বর হলো ১০৫/৮৬/১৬০। সেগুন বাগানটির বর্তমান বাজার ‍মূল্য আনুমানিক ১৫ লক্ষ টাকা। এছাড়া বিপন চাকমা, ইকন চাকমা, ছন্দক চাকমা, সুদত্ত চাকমা ও নিউটন চাকমার ৮ একর জায়গাও সেটেলাররা দখলের পাঁয়তারা করছে।

কিন্তু গত কয়েকদিন ধরে ঘিলাছড়ির মো. পারভেজ উক্ত জমি বেদখলের চেষ্টা চালিয়ে আসছে। গত ২৫ জানুয়ারি সে তার দলবলসহ জোরপূর্বক ১৪টি সেগুন গাছ কেটে নিয়ে যায়। বাধা দেয়া হলে সে উল্টো জমির মালিককে হুমকি দেয়।

জমির মালিক এ ব্যাপারে উপজেলা প্রশাসনের কাছে লিখিত নালিশ দেয়, কিন্তু তারপরও বেদখলকারী সেটলারদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। এছাড়া তিনি ঘাগড়া ইউনিয়ন চেয়ারম্যান মো. নাজিম উদ্দীনের নিকটও এ ব্যাপারে প্রতিকার চান। কিন্তু মো. নাজিম উদ্দীন এবং কাউখালি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকার উভয় পক্ষের মধ্যে বিষয়টি মিটমাট করার জন্য জমির মালিকের নিকট থেকে একটি সাদা কাগজে অগ্রিম স্বাক্ষর নিতে চেয়েছিলেন। বিমলা চাকমা এতে দুরভিসন্ধি রয়েছে বলে মনে করে তা দিতে অস্বীকার করেন।

এভাবে প্রতিবাদের পর পারভেজ কয়েকদিন চুপ করে থাকে। তবে গত ১৯ ফেব্রুয়ারি সে আবার বিমলা চাকমার ওই জমিতে অবৈধভাবে প্রবেশ করে বেশ কয়েকটি সেগুন গাছ কেটে নিয়ে যায়। এ বিষয়ে বিমলা চাকমার শ্বশুর নলিন্দ বিকাশ চাকমা থানায় গিয়ে অভিযোগ দেন। কিন্তু থানা কর্তৃপক্ষ বেদখলকারীদের বাধা দিতে তৎক্ষণাৎ কোন পদক্ষেপ গ্রহণ করেনি। সেটলাররা যাতে গাছগুলো কেটে সরে পড়তে পারে তার জন্য একদিন পরই পুলিশ ঘটনাস্থলে যায়।

সরকারি প্রশাসনের এ ধরনের ইচ্ছাকৃত নির্লিপ্ততার সুযোগ নিয়ে সেটলার পারভেজ মো. মোজাম্মেল ও মো. বাহাদুরদের সাথে নিয়ে আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) আবারও বিমলা চাকমার জমিতে অবৈধভাবে প্রবেশ করে সেগুন গাছ কর্তন করছে বলে অভিযোগ পাওয়া গেছে।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More