কাউখালীতে ইউপিডিএফের শীতকালীন ধানকাটায় সহযোগিতা কর্মসূচি চলছে

0

কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

“পার্টি ও জনগণ একমন একপ্রাণ হয়ে কাজ করলে অসম্ভবকে সম্ভব করা যায়, জাতির দুর্দিনে আমরাই হবো আগুয়ান সৈনিক” এই শ্লোগানকে সামনে রেখে রাঙামাটির কাউখালীতে ইউপিডিএফ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে স্বেচ্ছাশ্রমে সংশ্লিষ্ট এলাকার কৃষকদেরকে শীতকালীন ধানকাটায় সহযোগিতা প্রদান কর্মসুচি চলছে।

গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর ২০২৪) থেকে এ কর্মসূচি শুরু হয়। এতে স্থানীয় ছাত্র-যবক-জনগণও যুক্ত হয়েছেন। সপ্তাহব্যাপী এ কর্মসূচি চলবে বলে ইউপিডিএফের পক্ষ থেকে জানানো হয়েছে।


গতকাল (বৃহস্পতিবার) ঘাগড়া ইউনিয়নের হাজাছড়ি গ্রামের ৮ জন কৃষকের প্রায় ৮ কানি জমির পাকা ধান কেটে দেয়া হয়। এতে ইউপিডিএফ, পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কর্মীদের পাশাপাশি উল্লো পাড়া, রাঙীপাড়া, পানছড়ি, ডেবাছড়ি, শুকনাছড়ি ও পানছড়ির গ্রামের ৭০ জন ছাত্র, যুবক, নারী ও মুরুব্বীর  একটি টীমও অংশগ্রহণ করে।

হাজাছড়ির যেসব কৃষককে ধানকাটায় সহযোগিতা প্রদান করা হয় তারা হলেন- ১. বৃষ ধন চাকমার ১ কানি; ২. লক্ষীধন চাকমার ১ কানি; ৩. বধিন কুমার চাকমার ২ কানি; ৪. দয়া লাল চাকমার ১ কানি; ৫. বিন্দু লাল চাকমার ১ কানি; ৬. অমৃত লাল চাকমার ১ কানি; ৭. সূর্য সেন চাকমার  আধা কানি ও ৮. বুদ্ধ লাল চাকমার আধা কানি।

ধানকাটা শুরুর আগে ইউপিডিএফ সংগঠক কার্তিক চাকমা ধানকাটা সহযাগিতা প্রদান কর্মসূচিতে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত ব্রিফিং-এ বলেন, “ইউপিডিএফ হচ্ছে জনগণের পার্টি। এ পার্টি জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছে। অধিকার আন্দোলনের পাশাপাশি পার্টি শিক্ষা, চিকিৎসা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাসহ যেকোন পরিস্থিতিতে জনগণের পাশে এসে দাঁড়ায়। এই ধানকাটা সহযোগিতা প্রদান কর্মসূচিও পার্টির নিয়মিত কাজেরই একটি অংশ।”

ধানকাটা শুরুতে অংশগ্রহণকারীদের ব্রিফিং করছেন কার্তিক চাকমা।

এতে আরো বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক নিকন চাকমা এবং সাবেক মেম্বার রূপল চাকমা।

পিসিপি নেতা নিকন চাকমা বলেন, “শুধুমাত্র মিছিল মিটিং, রাজপথে শ্লোগান  দিলে আন্দোলন হয় না। প্রকৃত আন্দোলন হচ্ছে জনগণের পাশে থাকা।”

সাবেক মেম্বার রূপল চাকমা বলেন, “পার্টি এবং জনগণ একত্রে কাজ করলে দেশ দশের মঙ্গল হবে। পার্টির উদ্যোগে যে ধান কাটা কর্মসূচি শুরু হয়েছে তার সাধুবাদ জানাচ্ছি। আমাদের গ্রাম থেকে শুরু হওয়ায় গ্রামবাসীর পক্ষ থেকে পার্টির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”

এ সময় আরো উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কাউখালি শাখার সহ-সভাপতি স্বপ্না চাকমা, পিসিপি রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক বারিজে চাকমা ও কাউখালি উপজেলা শাখার সভাপতি জীপল চাকমা, হিল উইমেন্স ফেডারেশন কাউখালি উপজেলা শাখার সভাপতি রত্না চাকমা ও সাধারণ সম্পাদক একামনি চাকমা এবং হাজাছড়ি গ্রামের কার্বারী বিমল চাকমা ও বিশিষ্ট মুরুব্বী বিন্দু লাল চাকমা।

আজ শুক্রবার (১৫ নভেম্বর) একই ইউনিয়নের উল্লো ও রাঙীপাড়ায় ৬ জন কৃষকের জমিতের ধানকাটায় সহযোগিতা প্রদান করা হয়।

যাদেরকে ধানকাটায় সহযোগিতা করা হয় তারা হলেন- ১. দয়ালাল চাকমার ২ কানি; ২. কুসুম বিকাশ চাকমার ১ কানি; ৩. সুজু লাল চাকমার ২ কানি; ৪. লক্ষী বিকাশ চাকমার ১ কানি; ৫. উদলাল চাকমার আধা কানি ও ৬. রিপন চাকমার আধা কানি।

ধানকাটার সময় অংশগ্রহণকারী কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় তারা সাউন্ড বক্সে দেশাত্মবোধক গান বাজান।

যাদের জমির ধান কেটে সহযোগিতা দেওয়া হয় সেসব কৃষকরা ইউপিডিএফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান। সংশ্লিষ্ট এলাকাবাসীও ইউপিডিএফের এ উদ্যোগের সাধুবাদ দেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More