কাউখালীতে ইউপিডিএফ-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0

কাউখালী (রাঙামাটি)প্রতিনিধি।। রাঙামাটির কাউখালীতে ইউপিডিএফ-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ ২৬ ডিসেম্বর ২০২১, রবিবার সকাল ৯টায় দলীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নীরবতা পালন ও অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পাঞ্জলী প্রদানের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। এতে পার্টি পতাকা উত্তোলন করেন ইউপিডিএফ সংগঠক বিদ্যাময় চাকমা।

ইউপিডিএফ নেতা চাইশিউ মারমার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ইউপিডিএফ নেতা মনু মারমা। এতে অন্যান্যদের আরো বক্তব্য রাখেন ডিওয়াইএফ রাঙ্গামাটি জেলা শাখার সম্পাদক থুইনুমং মারমা, পিসিপি রাঙ্গামাটি জেলা শাখার নেতা সতেজ চাকমা , হিল উইমেন্স ফেডারেশন কাউখালী শাখার সম্পাদক পাইথুইমা মারমা, বিশিষ্ট মুরুব্বী মংবাসি মারাম ও অংচিং থোয়াই মারমা।

ইউপিডিএফ নেতা মনু মারমা বলেন, “ইউপিডিএফ হচ্ছে পোড় খাওয়া পার্টি। ১৯৯৮ সালে ২৬ ডিসেম্বর পার্টি প্রতিষ্ঠার পর থেকে এটি জুম্ম জনগণের অধিকার আদায় তথা পূর্ণ স্বায়ত্ত শাসন আন্দোলন চালিয়ে যাচ্ছে। শুরু থেকে সকল প্রকার নিপীড়ন–নিযাতন সহ্য করে পার্টি তার অভিষ্ঠ লক্ষে কাজ করে যাচ্ছে।  পার্টি এবং জনগণ এক মন, এক প্রাণ হয়ে কাজ করলে দুনিয়ার কোন অপশক্তি পার্টিকে বিনাশ করতে পারবে না”।

পার্টির অপর সংগঠক বিদ্যাময় চাকমা বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার সম্পূর্ণ ফ্যাসীবাদী কায়দায় দেশ পরিচালনা করছে। জনগণের কোন মতকেই সে সহ্য করতে পারছে না। পার্বত্য চট্টগ্রামে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। রাত-বিরাতে সেনা তল্লাশী চালিয়ে হয়রানী, গ্রেফতার, টাকা -পয়সা লুটপাট, সাজানো মামলায় জনগণকে জেলে প্রেরণ নিত্য নৈমিক্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেনা বাহিনী মগপার্টি, মুখোশ বাহিনী, জেএসএস (সংস্কার) নামধারী সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে জনগণের বিরুদ্ধে ব্যবহার করছে। এদের বিরুদ্ধে তীব্র গণ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বিশিষ্ট মুরুব্বী মংবাসি মার্মা বলেন, ‌‘মুখোশ বাহিনী’, ‌‘মগপার্টি’ নামধারী সন্ত্রাসীরা যদি এলাকায় এসে ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে চায়, তবে পার্টির সহযোগিতা নিয়ে ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবিলা করতে হবে। তাদের ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে হবে।

অংচিং থোয়াই মারমা বলেন, ইউপিডিএফ আছে বলেই আমরা টিকে আছি। এ পার্টি না থাকলে অনেক আগে আমাদের  জায়গা-জমি বেদখল হয়ে যেতো। এমনকি এলাকায় এলাকায় চুরি ডাকাতিও এ পাটির কল্যাণে হচ্ছে না। তাই এ পার্টিকে অবশ্যই সহযোগিতা দিয়ে যেতে হবে। এ পার্টির বিজয় অনিবায।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাউখালী এলাকায় পোস্টারিং, দেওয়াল লিখন হয়েছে। এছাড়া গ্রামে গ্রামে মুরুব্বীদের নিয়ে বিশেষ প্রীতি ভোজনেরও আয়োজন করা হয়েছে।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More