কাউখালীতে গণতান্ত্রিক যুব ফেরামের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা
কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ০৫ এপ্রিল ২০২৩

রাঙামাটির কাউখালীতে গণতান্ত্রিক যুব ফোরামের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে সংগঠনটির কাউখালী উপজেলা শাখা।
আজ বুধবার (৫ এপ্রিল ২০২৩) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভার ব্যানার শ্লোগান ছিল “পাহাড়ে ষড়যন্ত্রমূলক ভ্রাতৃঘাতি সংঘাত বাঁধানোর ষড়যন্ত্র বন্ধ কর; পার্বত্য চট্টগ্রামের ভূমি, জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি, নারী নিরাপত্তা ও সম্ভ্রম রক্ষার্থে যুব সমাজ ঐক্যবদ্ধ হোন,পাক প্রেতাত্না ও নব্য মুখোশ রাজাকারদের বিরুদ্ধে ঐক্য আন্দোলন গড়ে তুলুন”।
সভা শুরুতে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের প্রতি স্মরণ ও সম্মান জানিয়ে ২ মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় গণতান্ত্রিক যুব ফোরামের কাউখালী উপজেলার সহ সভাপতি কেলিন চাকমার সভাপতিত্বে ও ক্যাথুই মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ সদস্য প্রত্যুশা, হিল উইমেন্স ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক ঈশা চাকমা, পিসিপি’র কাউখালী উপজেলা সাধারণ সম্পাদক দীপায়ন চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের সদস্য নিকেল চাকমা।

বক্তারা বলেন, শাসকগোষ্ঠি পার্বত্য চট্টগ্রামে পাকিস্তানি হানাদারদের কায়দায় নিপীড়ন-নির্যাতন ও শাসন-শোষণ চালাচ্ছে। তারা জাতিগত নিপীড়নের পাশাপাশি জুম্ম দিয়ে জুম্ম ধ্বংসের নীলনক্সা প্রণয়ন করে ভ্রাতৃঘাতি সংঘাত জিইযে রাখতে নানা ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে সজাগ ও সোচ্চার থাকতে হবে।
বক্তারা আরও বলেন, দীর্ঘ ২১ বছর ধরে গণতান্ত্রিক যুব ফোরাম শাসকগোষ্ঠির নানা নিপীড়ন ও বাধা-বিপত্তি অতিক্রম করে অধিকারহারা জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোল চালিয়ে যাচ্ছে। তারা যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে যুব ফোরামের পতাকাতলে এসে লড়াই সংগ্রামে এগিয়ে নেয়ার আহ্বান জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন