কাউখালীতে গুইমারার তিন শহীদের সদগতি ও আহতদের আরোগ্য কামনায় ধর্মীয় প্রার্থনা

কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫)
খাগড়াছড়ি জেলার গুইমারার রামসু বাজারে গত ২৮ সেপ্টেম্বর সেনা-সেটলার হামলায় শহীদ হওয়া আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমার সদগতি ও আহতদের আরোগ্য কামনায় রাঙামাটির কাউখালী উপজেলায় বিভিন্ন বৌদ্ধ বিহারে বিশেষ ধর্মীয় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ভিক্ষু সংঘের নিকট পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে আজ শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) বেলা ২ টায় বেতবুনিয়া ইউনিয়নের পচুপাড়া বৌদ্ধ বিহারে মূল অনুষ্ঠানটি শুরু হয়। এসময় ভিক্ষু সংঘের উদ্দেশ্যে বুদ্ধমূর্তি দান ও অষ্ট পরিস্কার দান করা হয়। এছাড়া শহীদদের স্মরণে হাজার বাতি প্রজ্বলন এবং ভিক্ষু সংঘের নিকট জগতের সকল জীবের সুখ-শান্তি ও মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়।


অনুষ্ঠানে বেতবুনিয়া, কলমপতি ও ফটিকছড়ির বিভিন্ন বৌদ্ধ বিহার থেকে ১৯ জন বৌদ্ধ ভিক্ষু উপস্থিত ছিলেন। এতে প্রায় এক হাজার শ্রদ্ধাবান দায়ক-দায়িকা উপস্থিত ছিলেন।
এছাড়া ঘাগড়া ইউনিয়নে অবস্থিত বিনয়াঙ্কুর বন বিহার, লেভাপাড়া শান্তিপূর্ণ বৌদ্ধ বিহার ও উল্টা রাঙ্গীপাড়া জন কল্যাণ বৌদ্ধ বিহারেও একই উদ্দেশ্যে ধর্মীয় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গ্রামের মুরুব্বী, যুবক ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। তারা শান্তি ও মঙ্গল কামনায় প্রদীপ প্রজ্ব্লন করেন।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর গুইমারায় ‘শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদ’ কর্তৃক তিন শহীদের সম্মানে আয়োজিত স্মরণসভা থেকে আজকের এই প্রার্থনা’র কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় মারমা কিশোরী ধর্ষণের বিচার ও সকল ধর্ষককে গ্রেফতার-শাস্তির দাবিতে জুম্ম ছাত্র জনতার আহ্বানে গুইমারার রামসু বাজার এলাকায় সড়ক অবরোধ পালনকালে সেনাবাহিনী ও সেটলাররা হামলা চালায়। এতে সেনাবাহিনীর গুলিতে আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমা নিহত হন এবং আরো অনেকে গুরুতর জখম হন। এছাড়া সেটলাররা রামসু বাজার ও আশেপাশের পাহাড়িদের ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে অগ্নিসংযোগ করে প্রভুত ক্ষতিসাধন করে।





সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।