কাউখালীতে জনগণকে অভিবাদন জানিয়ে ইউপিডিএফের ব্যানার
কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
আজ ২৬ ডিসেম্বর ২০২৪ ইউপিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণকে অভিবাদন জানিয়ে রাঙামাটির কাউখালীতে বিভিন্ন দৃষ্টিগ্রাহ্য স্থানে ব্যানার টাঙানো হয়েছে। ইউপিডিএফের কাউখালী ইউনিট এই ব্যানারগুলো টাঙিয়েছে।
ব্যানারগুলোতে লেখা রয়েছে, “প্রতিষ্ঠার ২৬তম বার্ষিকীতে সংগ্রামী অভিবাদন; লড়াইয়ের প্রেরণা ২৬ ডিসেম্বর চির ভাস্বর; অবিনাশী চেতনার অফুরন্ত উৎস ২৬ ডিসেম্বর ; Long Live UPDF! No Full autonomy No Rest; Glory to the UPDF! ইত্যাদি শ্লোগান।












সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।