কাউখালীতে জাতীয় কন্যা শিশু দিবসে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

রাঙামাটির কাউখালীতে জাতীয় কন্যা শিশু দিবসে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩০ সেপ্টেম্বর ২০২৩) দুপুরে রাঙামাটির কাউখালী উপজেলা ডাবুয়ায় এলাকায় বৃহত্তর ডাবুয়া ও বেতবুনিয়া এলাকাবাসীর উদ্যোগে এ র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়।

“আমাদের কন্যা, মা-বোনদের নিরাপত্তাহরণকারীদের খবরদারি বরদাস্ত করবো না” স্লোগানে র্যালি পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ২নং ফটিকছড়ি ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য খ্যায়চিঅং মারমা। এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক অমর চাকমা ও অভি মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের কাউখালী শাখার সভাপতি থুইনুমং মারমা, পাহাড়ি ছাত্র পরিষদ কাউখালী শাখার সভাপতি দীপায়ন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশন কাউখালী উপজেলা শাখার তথ্য প্রচার সম্পাদক মাউংচিং মারমা।

সমাবেশ বক্তারা বলেন, রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক পার্বত্য চট্টগ্রামে অন্যায় নিপীড়ন বেড়ে চলেছে। পাহাড়ি নারী শিশুরা প্রতিনিয়ত ধর্ষণ-নিপীড়নের শিকার হচ্ছে। শাসকগোষ্ঠী পাহাড়িদের নিজ ভূমি থেকে উচ্ছেদের পাঁয়তারাসহ নানা ষড়যন্ত্র জারি রেখেছে। এমন পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রামের সকল জাতিসত্তাগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের কন্যা শিশু ও মা-বোনদের সম্ভ্রম রক্ষার্থে সকলকে সোচ্চার হয়ে আন্দোলনে এগিয়ে আসতে হবে।

তারা আরো বলেন, এদেশের শাসকগোষ্ঠি কন্যা শিশু ও নারীদের সুরক্ষার জন্য জাতীয় কন্যাশিশু দিবস ঘোষণা করলেও কার্যত নারীদের আজ কোথাও নিরাপত্তা নেই। সরকার নারী ও কন্য শিশুদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। তাই নিজেদের সুরক্ষা নিজেদেরকেই তৈরি করতে হবে।

বক্তারা পাহাড়ি নারী-শিশুদের নিরাপত্তাহরণ করা হলে সকলকে ঝাঁপিয়ে পড়ে নিরাপত্তাহরণকারীদের প্রতিহত করার আহ্বান জানান।
সমাবেশে শেষে শিশু ও কিশোরীরা আগ্রাসনকারীর প্রতিকৃতিতে লাঠি দিয়ে আঘাত করে প্রতিবাদ জানান।

সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন