কাউখালীতে পাঁচ দিন ধরে বিদ্যালয় ভবন দখল করে সেনাবাহিনীর অবস্থান

কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
রাঙামাটির কাউখালীতে গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) হতে ৩টি বিদ্যালয় এবং একটি ইউপি ভবন দখল করে সেনাবাহিনী অবস্থান করছে।
ঘাগড়া ইউনিয়নের হারাঙ্গী উচ্চ বিদ্যালয়ে ৩০ জন, পানছড়ি উচ্চ বিদ্যালয়ে ৫০ জন, ফটিকছড়ি ইউনিয়নের ডাবুয়া বৃক্ষভানুপুর উচ্চ বিদ্যালয়ে ৪০ এবং বর্মাছড়ি বাজার এলাকায় অবস্থিত ফটিকছড়ি ইউপি ভবনে ৩২ জন সেনা সদস্য অবস্থান নিয়ে রয়েছে বলে জানা গেছে।
হারাঙ্গী উচ্চ বিদ্যালয়ে অবস্থানরত সেনা সদস্যরা চাকমা যৌথবাগান, চেলাছড়া, হারাঙ্গী রিফিউজি পাড়া, নোআদাম ও কজইছড়ি গ্রামে টহল দিয়েছে।
উক্ত দলটি আজ সোমবার (১৯ জানুয়ারি) নীচ কজইছড়ি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পূণ্যবান চাকমার মেয়ের বিবাহ অনুষ্ঠানে গিয়ে আমন্ত্রিত অতিথিদের আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে আহ্বান জানান বলে জানা গেছে।
ইউপিডিএফ যদি ভোট প্রদানে বাধা দেয় তাহলেও ভোট দিতে হবে বলে তারা লোকজনকে বলেন।
ডাবুয়া বৃক্ষভানুপুর উচ্চ বিদ্যালয়ে অবস্থানরত সেনা দলটি বালুখালী, পচুপাড়া, ধূপছড়ি, পোড়াবাজার, ডাবুয়ার টিলা পাড়া, মধ্যমপাড়া, লামারপাড়া, ডাবুয়া বাজার, হেডম্যান পাড়া ও বৃন্দাবন বাজারে টহল দিয়েছে। এসময় তারা উল্লেখিত স্থানসমূহে ইউপিডিএফ-এর প্রতিষ্ঠাবার্ষীসহ বিভিন্ন উপলক্ষে বিভিন্ন সময় সাঁটানো পোস্টার ছিঁড়ে দেয়।
উক্ত সেনা দলটি আজ সোমবার বেতবুনিয়া ইউনিয়নের বালুখালী গ্রামের বৌদ্ধ বিহারে গিয়ে ইউপিডিএফ সদস্যদের নাম ধরে খুঁজতে থাকে। স্থানীয় দোকানদার এবং পথচারীদের কাছ থেকেও তারা একই তথ্য জিজ্ঞেস করে।
এদিকে, পানছড়ি উচ্চ বিদ্যালয়ে অবস্থানরত সেনা সদস্যরাও পার্শ্ববর্তী গ্রাম পানছড়ি, ডেবাছড়ি, শুকনাছড়ি ও হাজাছড়িতে টহল দিয়েছে। তবে এময় তারা লোকজনের সাথে তেমন কোন কথা বার্তা বলেনি জানা যায়।
অপরদিকে, বর্মাছড়ি বাজার এলাকায় অবস্থিত ফটিকছড়ি ইউপি ভবনেও ৩২ জনের একদল সেনা সদস্য গত বৃহস্পতিবার থেকে অবস্থান করছে বলে জানা গেছে।
সেনাদের বিদ্যালয়ে অবস্থান করার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকরা জানান, বিদ্যালয়ে সেনাবাহিনীর অবস্থানের কারণে তাঁদের কিছুটা হলেও পাঠদানে বিঘ্ন ঘটছে। এমনিতে প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার ফলাফলে পিছিয়ে থাকে। সেনা উপস্থিতির কারণে পাঠদানে বিঘ্ন ঘটায় পরীক্ষার ফলাফলে এর বিরূপ প্রভাব পড়তে পারে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন।
সেনারা আগামী ২২ জানুয়ারি পর্যন্ত অস্থান করবে বলে তথ্য পাওয়া গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
